মুম্বাই – মহারাষ্ট্রের পালঘরে প্রকাশ্যে এল নৃশংস হত্যাকাণ্ড। অভিযোগ, স্বামীর সঙ্গে সম্পর্কে জটিলতা থেকেই প্রেমিকের সাহায্যে খুন করে স্বামীর দেহ ঘরের মেঝেতে পুঁতে রেখেছিলেন স্ত্রী। সোমবার সকালে সেই দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নাল্লাসোপাড়ার গাঙ্গনিপাড়া এলাকার একটি হাউসিং সোসাইটিতে। সেখানেই পরিবার নিয়ে বসবাস করতেন ৩৪ বছরের বিজয় চৌহান। গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি। সন্দেহজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিজয়ের ভাই থানায় নিখোঁজ ডায়েরি করেন।
তদন্তে নামে পুলিশ। সোমবার তারা বিজয়ের পালঘরের বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে অস্বাভাবিক কিছু চিহ্ন দেখতে পায়। এরপর টাইলস ভেঙে উদ্ধার হয় বিজয়ের পচাগলা দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিজয়ের স্ত্রী কোমল চৌহান পাশের ফ্ল্যাটের বাসিন্দা মনু শর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন।
পুলিশের অনুমান, বিজয়কে ‘পথের কাঁটা’ মনে করে প্রেমিক মনুর সঙ্গে মিলে তাঁকে খুন করেন কোমল। প্রায় দুই সপ্তাহ আগে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই পলাতক কোমল ও মনু। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় এলাকার বাসিন্দারা হতবাক ও আতঙ্কিত।
