প্রেমের টানে প্যারিস থেকে পান্ডুয়ায় এসে এক বাঙালি ছেলেকে বিয়ে করল এক বিদেশি নি

প্রেমের টানে প্যারিস থেকে পান্ডুয়ায় এসে এক বাঙালি ছেলেকে বিয়ে করল এক বিদেশি নি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রেমের টানে প্যারিস থেকে পান্ডুয়ায় এসে এক বাঙালি ছেলেকে বিয়ে করল এক বিদেশি নি ।
সোমবার রাতে সিমলাগড় কালি মন্দির থেকে সামাজিক রীতি মেনেই বিয়ে করলেন দুজনে।প্রসঙ্গত,গত চার মাস আগে দিল্লীতে কর্মরত অবস্থায় অনলাইন সাইডে পরিচয় হয় পান্ডুয়ার যুবক কুন্তল ভট্টাচার্যের সাথে প্যারিসের বাসিন্দা প্যাট্রিসিয়া।

 

ভারতে আসার ইচ্ছা ছিল প্যাট্রিসিয়া। সেইমতোই একদিন হটাৎ কুন্তলকে সারপ্রাইজ দিতে দিল্লি চলে আসে প্যারিস থেকে। এবং ফোনের সে কথা কুন্তলকে জানালে, কুন্তল তাকে পরের বিমানে কলকাতা আসতে বলে। কোলকাতা এসে দুজনে দেখা করে এবং তাকে নিয়ে পান্ডুয়ার বাড়ি আসে কুন্তল ।এর পরই দীর্ঘ একমাস যাবত কলকাতা বিভিন্ন এলাকা ঘুরে অবশেষে সোমবার রাতে বিখ্যাত সিমলাগড় কালি মন্দিরে বিয়ে করলেন দুজনে। অন্যদিকে প্যাট্রিসিয়ার খুবই ইচ্ছা ছিলো তারা কোন মন্দির থেকে বিয়ে করবেন।

 

সেই মতোই সোমবার রাতে সিমলাগড় কালী মন্দিরে দুজনে বিয়ে করেন। আগামী দিনে দীঘা অথবা গোয়াতে হানিমুন যাবার ইচ্ছা রয়েছে দুজনের মধ্যে। অবশ্য এই বিয়েতে কুন্তলের বন্ধুরা ছাড়া দুই পরিবারের কেউ উপস্থিত ছিলেন না । মন্দিরে এরকম বিদেশীনি একটা মেয়ে বিয়ে করছে তাও একটা বাঙালী ছেলেকে এটি দেখতে স্থানীয় মানুষজন উপস্থিত হয় সিমলাগড় মন্দির চত্বরে।

আরও পড়ুন – সাংবাদিক বৈঠকে, মমতা – মোদী কে এক যোগে আক্রমন অধীর চৌধুরীর

উল্লেখ্য, প্রেমের টানে প্যারিস থেকে পান্ডুয়ায় এসে এক বাঙালি ছেলেকে বিয়ে করল এক বিদেশি নি ।
সোমবার রাতে সিমলাগড় কালি মন্দির থেকে সামাজিক রীতি মেনেই বিয়ে করলেন দুজনে।প্রসঙ্গত,গত চার মাস আগে দিল্লীতে কর্মরত অবস্থায় অনলাইন সাইডে পরিচয় হয় পান্ডুয়ার যুবক কুন্তল ভট্টাচার্যের সাথে প্যারিসের বাসিন্দা প্যাট্রিসিয়া।

 

ভারতে আসার ইচ্ছা ছিল প্যাট্রিসিয়া। সেইমতোই একদিন হটাৎ কুন্তলকে সারপ্রাইজ দিতে দিল্লি চলে আসে প্যারিস থেকে। এবং ফোনের সে কথা কুন্তলকে জানালে, কুন্তল তাকে পরের বিমানে কলকাতা আসতে বলে। কোলকাতা এসে দুজনে দেখা করে এবং তাকে নিয়ে পান্ডুয়ার বাড়ি আসে কুন্তল ।এর পরই দীর্ঘ একমাস যাবত কলকাতা বিভিন্ন এলাকা ঘুরে অবশেষে সোমবার রাতে বিখ্যাত সিমলাগড় কালি মন্দিরে বিয়ে করলেন দুজনে। অন্যদিকে প্যাট্রিসিয়ার খুবই ইচ্ছা ছিলো তারা কোন মন্দির থেকে বিয়ে করবেন।

 

সেই মতোই সোমবার রাতে সিমলাগড় কালী মন্দিরে দুজনে বিয়ে করেন। আগামী দিনে দীঘা অথবা গোয়াতে হানিমুন যাবার ইচ্ছা রয়েছে দুজনের মধ্যে। অবশ্য এই বিয়েতে কুন্তলের বন্ধুরা ছাড়া দুই পরিবারের কেউ উপস্থিত ছিলেন না । মন্দিরে এরকম বিদেশীনি একটা মেয়ে বিয়ে করছে তাও একটা বাঙালী ছেলেকে এটি দেখতে স্থানীয় মানুষজন উপস্থিত হয় সিমলাগড় মন্দির চত্বরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top