প্রেমের টানে আমেরিকা থেকে মুর্শিদাবাদের রানীনগর যুবতি

প্রেমের টানে আমেরিকা থেকে মুর্শিদাবাদের রানীনগর যুবতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রেমের টানে আমেরিকা থেকে মুর্শিদাবাদের রানীনগর যুবতি। প্রেমের টানে আমেরিকা থেকে মুর্শিদাবাদের রানীনগর এলেন এক যুবতি!! ভারতের হিন্দী সিনেমাকেও হার মানাবে তাদের প্রেমের কাহিনী। লাইলা মজনু, রোমিও জুলিয়েট এর প্রেমের কথা আমরা সবাই জানি। কিন্তু তা বলে আমেরিকা থেকে মুর্শিদাবাদের প্রত্যান্ত গ্রাম কটলামারিতে আসা বিশ্বাসই হবে না আপনাদের কিন্তু শোনার পর আপনিও হতবাক হবেন। প্রেমের টানে সূদূর আমেরিকা থেকে মুর্শিদাবাদের রানীনগরে এলেন এক সুন্দরী যুবতি।

 

জানা যায়, ফারহানা আক্তার নামের আমেরিকা নিবাসী এক যুবতীর সঙ্গে মুর্শিদাবাদের রানীনগর থানার কাতলামারী এলাকার মুসাফির হোসেন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুসাফির হোসেন টিকটক ভিডিও বানাতেন। তা দেখেই তার প্রেমে পড়ে যান ওই যুবতি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের সঙ্গে আলাপ হয়। তার পর তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রিয় মানুষের টানে আমেরিকা থেকে সোজা রানীনগরের কাতলামারী এলাকায় ছেলের বাড়িতে চলে আসে ওই সুন্দরী রমনী যুবতী।

আরও পড়ুন – নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জেলে সিভিক ভলেন্টিয়ার

যদিও প্রথমে মেয়ের বাড়ি থেকে সম্পর্ক মানতে চাইনি পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত অদম্য সাহস আর ইচ্ছা শক্তি দেখে পরিবারের সদস্যরা মেনে নিয়েছেন বলে জানালেন আমেরিকা থেকে আসা ওই যুবতী। মুসাফির হোসেন বলেন, আমার প্রতি বিশ্বাস রেখে ও সূদূর আমেরিকা থেকে নিজের পরিবার ছেড়ে আমার কাছে এসেছে। এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। তবে ফারহানা আক্তার জানিয়েছেন, মুসাফির হোসেনকে সে বিয়ে করে ভবিষ্যতে আমেরিকায় নিয়ে যেতে চাই। এই ঘটনা জানাজানি হতেই মুসাফির হোসেনের বাড়িতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

এদিন আমেরিকা আশা মেয়েকে দেখতে ছোট থেকে বড় সবাই মুসাফির হোসেনের বাড়িতে আসছেন। তবে আমেরিকা থেকে আসা ওই যুবতী কী শেষ পর্যন্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে রানীনগরে থাকতে পারবেন তা সময়ই শেষ কথা বলবে। অন্য দিকে গুন গুন করছে অনেকেই তিনি প্রবাসী সেটা সত্যি। তবে সম্পূর্ন আমেরিকান নয়। তিনি আদিয় বাংলাদেশী। ছোটো থেকেই তিনি আমেরিকান মানুষ হয়েছে এমনকি আপাতত সেইখানেই তার নাগরিক পরিচয় পত্র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top