বিহার – উত্তরপ্রদেশের কানপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক ও চমকে দেওয়া ঘটনা। মাত্র ৪ বছরের নিজের ছেলেকে গলায় ফাঁস দিয়ে হত্যা করলেন মণীষা যাদব নামের এক মা। এরপর মৃত শিশুর দেহ রেখে প্রেমিক বিকাশ যাদবকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান তিনি।সূত্র অনুযায়ী, মণীষা নিজের সন্তান অনিরুদ্ধকে পরিকল্পনা করেই খুন করেন, যাতে প্রেমিকের সঙ্গে সংসার করতে কোনও বাধা না থাকে। শিশুটির দেহ শ্বশুরের ঘরে রেখে তিনি সেখান থেকে চম্পট দেন। ঘটনার পর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া ও ক্ষোভের ঝড়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মণীষা ও বিকাশ যাদবের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। সন্তান তাদের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ানোয় এই চরম সিদ্ধান্ত নেয় মণীষা। তিনি ছেলেকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে, তারপর প্রেমিককে নিয়ে গ্রাম ছাড়েন।কিছুদিন পর ফের গ্রামে ফিরে আসেন তারা। তখনই মণীষার কুকীর্তির পর্দাফাঁস হয় এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মণীষা ও বিকাশকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।এই নিষ্ঠুর ঘটনাটি সমাজে মাতৃত্ব, মানবিকতা এবং নৈতিকতার প্রশ্ন তুলে দেয়। নিছক প্রেমের জন্য একজন মা কীভাবে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে বিস্মিত গোটা কানপুরসহ নেটদুনিয়া।স্থানীয় প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, “এটি একটি নির্মম অপরাধ। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
