প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে তরুণীকে গুলি

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে তরুণীকে গুলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ২৭ অক্টোবর,২০২০: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে তরুণীকে খুন করল একদল দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে, ফরিদাবাদের বল্লভগড়ে।

সূত্রের খবর, অভিযুক্ত তৌসিফ ওই মৃত তরুণী নিকিতা তোমরকে জোর করে গাড়ি তোলার চেষ্টা করে। গাড়িতে উঠতে না চাইলে হঠাৎই তরুণীকে আচমকাই ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায় তৌসিফ। পরে তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায়, মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন নিকিতা। সেখান থেকে ফেরার পথেই এই হামলা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তৌসিফকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। তৌসিফের বাড়ি মেওয়াট এলাকায়। অভিযুক্তদের এক জনের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল তরুণীর।অভিযুক্তদের কঠোর শাস্তির আর্জি জানিয়েছেন নিকিতার মা। তাঁর বক্তব্য, তৌসিফকে এনকাউন্টার না করা পর্যন্ত মেয়ের মৃতদেহ দাহ করবেন না তাঁরা। এলাকাবাসীও এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হয়েছেন ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top