উত্তর 24 পরগণা – প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারধরের শিকার হয়ে অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হলো দশম শ্রেণির এক নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ইন্দিরা নগর এলাকায়। শনিবার ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিক্ষোভে সামিল হন মৃত ছাত্রীর পরিবার ও আত্মীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের দিদি মেঘা দাসকে। তবে মূল অভিযুক্ত বিদ্যুৎ দাস এবং তাঁর মা এখনও পলাতক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
ঘটনার পেছনে রয়েছে প্রেম প্রত্যাখ্যানের ক্ষোভ। পুলিশ সূত্রে জানা গেছে, গত দু’মাস ধরে নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত বিদ্যুৎ দাস। কিন্তু ওই কিশোরী তার প্রস্তাবে রাজি হয়নি। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ দাস ও তাঁর পরিবার শুক্রবার রাতে ছাত্রীটির বাড়িতে চড়াও হয়। একা পেয়ে ওই ছাত্রীর উপর চলে শারীরিক নির্যাতন।
এই অপমান সহ্য করতে না পেরে গভীর মানসিক চাপে ভেঙে পড়ে কিশোরী। রাতের অন্ধকারে সবার চোখ এড়িয়ে আত্মঘাতী হয় সে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণনগর কাণ্ডের আতঙ্ক এখনো কাটেনি, তার মধ্যেই কার্যত একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বলে দাবি স্থানীয়দের।
খড়দহ থানার পুলিশ জানিয়েছে, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। মূল অভিযুক্ত বিদ্যুৎ দাস এবং তার মাকে ধরতে একাধিক জায়গায় তল্লাশি চলছে।” পুলিশ আশা করছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
