নিজস্ব সংবাদদাতা,মালদা,৯ই ডিসেম্বর : প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকার নাবালিকা বোনকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে । চলন্ত ট্রেন থেকে উদ্ধার ওই নাবালিকা। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক। ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশন। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি ও রেল পুলিশ।
পেশায় শ্রমিক পিন্টু শেখ বেশ কয়েক মাস আগে কোচবিহারের মেখলিগঞ্জ এলাকায় শ্রমিকের কাজে যায়।সেখানে গিয়ে ওই এলাকার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপরে ওই নাবালিকাকে বারবার বিয়ের প্রস্তাব দেয়। সমস্ত ঘটনা নাবালিকা তার পরিবারকে জানাই।কিন্তু নাবালিকার ওই পরিবার ছেলেটির সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি। অভিযোগ বেশ কয়েকদিন আগে ওই নাবালিকার বোনকে রাস্তা থেকে অপহরণ করে পিন্টু শেখ সহ তিনজন। এরপর তাকে ট্রেনে করে অচৈতন্য অবস্থায় নিয়ে যাচ্ছিল। সেই সময় ট্রেনের মধ্যে ওই নাবালিকার জ্ঞান ফিরলে সে সমস্ত ঘটনা পাশে থাকা ট্রেনযাত্রীদের জানায়। এরপর ওই যাত্রীরা তাকে মালদা জিআরপি হাতে তুলে দেয়। জিআরপির পক্ষ থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে মালদার হোমে পাঠানো হয়।এদিন সে অসুস্থ হয়ে পড়লে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার তদন্তে নেমে পুলিশ তার পরিবারকে সমস্ত ঘটনা জানায় এর পরেই ওই পরিবারটি এদিন মেয়ের খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার ও ইংরেজবাজার থানার পুলিশ।