২৫ নভেম্বর, সৃজিতের নতুন সম্পর্ক নিয়ে কিছু বছর ধরেই তৈরি হয়েছে নানান গুঞ্জন। ইদানিং শোনা যায় বাংলাদেশি অভিনেত্রী মিথিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। এর আগেও একাধিকবার সৃজিতের নানান সম্পর্ক নিয়ে গুজব ওঠে তবে এবার শোনা যাচ্ছে সোজা বিয়ের খবর। সূত্রের খবর অনুযায়ী, সামনের বছর রাফিয়াথ রাশিদ মিথিলার সঙ্গে তাঁর বিয়ে হবে। ইতিমধ্যে কেনাকাটিও শরু করে দিয়েছে দুই পরিবার। তবে সংবাদমাধ্যমের কাছে যদিও সৃজিত বিয়ের কোনও কথাই বলেননি, বরং কিছুটা এড়িয়ে যান। ২০২০-র ২২ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক হয়েছে, এমনটাই শোনা যাচ্ছে।
একদিকে সৃজিতের বিয়ে নিয়ে চলছে জোড় জল্পনা অন্যদিকে জয়া আহসনের বিয়ে নিয়েও বেশ চর্চা চলছে। শোনা যাচ্ছে তিনি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও জয়া নিজে বহুবার তাঁর প্রেমের কথা বলেন, তিনি বলেন যে তিনি প্রেম করছেন একজন বাংলাদেশি ছেলের সঙ্গে। তবে তিনি মিডিয়ার কেউ নন।