নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা,৯ ই আগস্ট : প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম স্বপন দাস(২২) ওরফে ঝোরো। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত ৬ নম্বর সোনাখালী গ্রামে। এদিন সকালে গ্রামের মাঠে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বপনের দেহ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।গত এক বছরের বেশি সময় ধরে একাদশ শ্রেণীর এক ছাত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিল স্বপন। গোসাবার মন্মথনগরে বাড়ি হলেও ঐ ছাত্রী বাসন্তীতে মামার বাড়িতে থেকেই পড়াশুনা করতো।
বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। শুক্রবার সকালে স্থানীয়রা গ্রামের একটি মাঠের পাশে থাকা গাছে স্বপনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
অন্যদিকে ঐ নাবালিকা স্বপনের সাথে ভালোবাসার সম্পর্কের কথা অস্বীকার করেছে।