মালদা – প্রেমের ফাঁদে ফেলে ও চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন মালদহের চাঁচলের এক যুবক। অভিযুক্তের নাম অসীম সরকার। শুক্রবার সকালে চাঁচলের দক্ষিণপাড়া এলাকার এক বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বারাসত থানার পুলিশ, চাঁচল থানার সহযোগিতায়। জানা গেছে, অসীম সরকার ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং নিজেকে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সরকারি দফতরের ‘যোগাযোগ কর্মকর্তা’ বলে পরিচয় দিতেন।
অভিযোগ, এই পরিচয় ব্যবহার করে তিনি এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন। কিন্তু টাকা পাওয়ার পরও কোনও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তরুণীর সন্দেহ হয়। তিনি বারবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমে অসীম সরকার ফোন ধরলেও পরে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ।
ঘটনায় ক্ষুব্ধ তরুণী বিধান নগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। সেই সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। বারাসত থানার আধিকারিকেরা চাঁচলে গিয়ে স্থানীয় থানার সহযোগিতায় অভিযুক্তের ভাড়া বাড়ি ঘিরে ফেলেন এবং শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসীম সরকারের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ থাকতে পারে। তিনি একা কাজ করছিলেন নাকি কোনও বৃহত্তর চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা তাঁর মোবাইল ফোন ও নথিপত্র পরীক্ষা করে দেখছেন, আরও কেউ এই প্রতারণায় জড়িত কি না।
