নিজস্ব সংবাদদাতা,মালদা, ১৫ ই ডিসেম্বর :পুরনো বিবাদের জেরে প্রৌঢ় ও তার পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার জগজীবন পুর গ্রামে। হবিপুর থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় ধ্রুবজ্যোতি বিশ্বাসের সাথে প্রতিবেশী নিতাই মন্ডল এর পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের জেরে শুক্রবার নিতাই মন্ডল দলবল নিয়ে হামলা চালায় ধ্রুবজ্যোতি বাড়িতে। ধ্রুবজ্যোতির দাদু অবিনাশ বিশ্বাস মা লক্ষ্মী বিশ্বাস সহ ৪ জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীরা ছুটে এসে আহত ৪ জনকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়।২ জনের আঘাত গুরুতর থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় নিতাই মন্ডল সহ চারজনের বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্তরা অধরা।