
অ্যান্টিগা: সুদূর অ্যান্টিগাতেই প্রয়াত দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট দল। প্রাক্তন অর্থমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে তৃতীয়দিন স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘অরুণ জেটলির প্রয়াণে শোকাহত ভারতীয় দল তাঁকে শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে।’ বোর্ডের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দলের প্রত্যেক সদস্য এদিন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ফিল্ডিং করতে।
টুইটারে এদিন সেই ঘটনা উল্লেখ করেই কোহলি লেখেন, ‘শ্রী অরুণ জেটলি জি’র মৃত্যুর খবর আমাকে নাড়িয়ে দিয়েছে। আমি দুঃখিত। অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন, অন্যের উপকারে তাঁর জুড়ি মেলা ছিল ভার। আমার বাবা মারা যাওয়ার পর বাড়িতে এসে শোকজ্ঞাপন করেছিলেন। উনার আত্মার শান্তি কামনা করি।’



















