২৭ জানুয়ারি, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। NBA-র সর্বকালীন সেরা মাত্র ৪১ বছরের প্রাক্তন খেলোয়াড়ের পাশাপাশি তাঁর ১৩ বছরের কন্যা জিয়ানারও মৃত্যু হয়েছে। প্রাণ গিয়েছে হেলিকপ্টারে থাকা আরও সাতজনের।
রবিবার সকালে কালাবাসাসের উপর ভেঙে পড়ে এই হেলিকপ্টারটি। লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানিয়েছেন, কপ্টারে ৯ জন ছিলেন – একজন পাইলট ও ৮ জন যাত্রী।কিংবদন্তি এই বাস্কেটবল তারকার প্রয়ানে শোকাহত সকলেই। তাঁর স্মৃতিতে আবেগঘন বার্তা দিয়ে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন বিরাট ও রোহিত শর্মা সহ অনেকেই।
সেই পোস্টে লেখেন, “আজ এই খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছি। ছোটবেলার সকল স্মৃতি ফিরে ফিরে আসছে।এই জাদুকরের খেলা দেখে প্রতি ভোরবেলায় চমকে যেতাম। জীবন কতটাই অনিশ্চিত ও অস্থির। দুর্ঘটনায় তাঁর মেয়ে জিয়ানারও মৃত্যু হয়েছে। মনটা একেবারে ভেঙে গিয়েছে। রেস্ট ইন পিস। তাঁর পরিবারের জন্য শক্তি আর সমবেদনা রইল।”
সাথে রোহিত শর্মা লিখেছেন, “আজ খেলার বিশ্বে এক দুঃখের দিন। অল্প বয়েসেই চলে গেলেন খেলার এক কিংবদন্তি হয়তো আরও কিছু পাওয়ার আশা ছিল তাঁর থেকে।”



















