প্রয়াত সহকর্মীকে শেষ শ্রদ্ধা পুলিশ আধিকারিকদের

প্রয়াত সহকর্মীকে শেষ শ্রদ্ধা পুলিশ আধিকারিকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রয়াত সহকর্মীকে শেষ শ্রদ্ধা পুলিশ আধিকারিকদের। চাকুরীরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ইটাহার থানার এএসআই চরন কিস্কুর। ঘটনার জেরে শোকবিহুল পুলিশ মহল। প্রয়াত ওই পুলিশ আধিকারিকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার খিদিরপুর এলাকায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৯ বছর। ইটাহার থানার পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোরে ইটাহার থানার পুলিশ ব্যরাকে শারিরিক ভাবে অসুস্থ বোধ করেন ওই পুলিশ আধিকারিক। সঙ্গে সঙ্গে তাকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।

 

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারিরিক অবস্থার অবনতি হলে চরন বাবুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। মৃতদেহ ময়না তদন্তের পর রায়গঞ্জ পুলিশ জেলার তরফে কর্ণজোড়ায় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ইটাহার থানায় আনা হয় এএসআই চরন কিস্কুর নিথর দেহ। সেখানে মরদেহে পুষ্পস্তবক দিয়ে সহকর্মীর মরদেহে শেষ শ্রদ্ধা জানান এসডিপিও রিকদেন সেরিং লেপচা, ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা।

আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা

দীর্ঘদিনের কর্মজীবনে সুদক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানাযায় ইটাহার থানার পুলিশ আধিকারিক ও সাধারণ মানুষের কাছ থেকে। একই সাথে মানুষ হিসেবেও খুব ভালো ছিলেন প্রয়াত এএসআই চরণ কিস্কু বলে জানা যায়। পাশাপাশি এদিন ইটাহার থানা প্রাঙ্গণে প্র‍য়াত পুলিশ কর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরাও। শ্রদ্ধাজ্ঞাপন শেষে পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয় ইটাহার পুলিশ প্রশাসনের তরফে। প্রয়াত সহকর্মীকে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top