
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৯শে সেপ্টেম্বরঃ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন শিলিগুড়ি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ চন্দ্র পাল।তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।বুধবার শিলিগুড়ির এস এফ রোডের একটি বেসরকারি নার্সিংহোমে বিকাল ৪.৩৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নার্সিং হোমে রাজনৈতিক রং ভুলে শোকার্ত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ভিড় জমাতে শুরু করে নার্সিং হোমে।বৃহস্পতিবার নার্সিং হোম থেকে তার পার্থিব দেহ নিয়ে আশা হয় তার বাস ভবনে সেখানে প্রীয় কাউন্সিলরকে শেষ শ্রদ্ধা ও শেষ দেখা দেখতে ভীড় জমান বাসিন্দারা।সেখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি হাতিয়াডাঙ্গায় তার বাবার স্মৃতি বিরাজিত স্কুলে।তারপর শিলিগুড়ি পৌরনিগমে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান মেয়র অশোক ভট্টাচার্য সহ পৌর নিগমের কর্মীরা।এছাড়াও বিভিন্ন প্রতিষ্টানের সাথে তিনি যুক্ত ছিলেন সেখানেও তার দেহ নিয়ে যাওয়া হয়।বিগত দিনে মন্ত্রী গৌতম দেবের তিনি সাথে ছিলেন।শেষ যাত্রায় মন্ত্রীকে তার সাথেই দেখা গেল।তৃনমূল কার্যালয়ে প্রীয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মী ও তার অনুগামীরা।এরপর কিরনচন্দ্র শ্মশানে তার শেষকৃত সম্পূর্ন হয়।



















