রূপনারায়ণের বাঁধ ভেঙ্গে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপের বৃষ্টিতে রূপনারায়ণের জলে প্লাবিত হলো বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন অন্তত ২৪টি গ্রাম। গ্রামে জল ঢুকে যাওয়ায় ঘর ছাড়তে হলো গ্রামবাসীদের। বাণভাসী বাসিন্দাদের এলাকার ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। দ্বারকেশ্বর এবং রূপনারায়ণের বাঁধের মোট ৬ জায়গা ভেঙে প্লাবিত হয়েছিল খানাকুলের দু’টি ব্লক।
রূপনারায়ণের তিন জায়গায় বাঁধ ভাঙে। গত বৃহস্পতিবার ফের অতিবৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদ এবং পশ্চিম মেদিনীপুরের দিক থেকে আসা শিলাবতী জলে ফুলে উঠে রূপনারায়ণ। সেই বাড়তি জলই জেলেপাড়ার ভাঙন দিয়ে ঢুকে প্লাবিত করেছে আরামবাগের বিস্তীর্ণ এলাকা।
আর ও পড়ুন ফিরহাদ হাকিমকে আইএসআই-এর এজেন্ট বলে আক্রমণ করলেন এই বিজেপি নেতা
এলাকার বিভিন্ন স্থানে কোমর সমানের উপর জল জমেছে। রাস্তাও ডুবে যাওয়ায় বন্দর পর্যন্ত বাস চলাচল বন্ধ হয়েছে। পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করেছেন দুর্গতদের একাংশ। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের অনেকের অভিযোগ, ‘‘ভাঙা বাঁধ সংস্কার না হওয়াতেই মাসখানেকের মধ্যে ফের দুর্ভোগে পড়তে হল।’’জল জমেছে চাষজমিতেও। ফলে, অনেকেরই চাষ নষ্ট হয়েছে। , “বন্যায় রোয়া ধান নষ্ট হয়েছে। বহু জমিতে প্রায় ৬ ফুট জল।”
এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে ধান চাষ হয়েছিলো। পুকুর সংস্কার করে ফের মাছ চাষ করেছিলেন অনেকে। টানা বৃষ্টির জেরে সব নষ্ট হল। সেই সঙ্গে দুর্ভোগ বাড়লো এলাকাবাসীদের।
উল্লেখ্য, নিম্নচাপের বৃষ্টিতে রূপনারায়ণের জলে প্লাবিত হলো বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন অন্তত ২৪টি গ্রাম। গ্রামে জল ঢুকে যাওয়ায় ঘর ছাড়তে হলো গ্রামবাসীদের। বাণভাসী বাসিন্দাদের এলাকার ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। দ্বারকেশ্বর এবং রূপনারায়ণের বাঁধের মোট ৬ জায়গা ভেঙে প্লাবিত হয়েছিল খানাকুলের দু’টি ব্লক। রূপনারায়ণের তিন জায়গায় বাঁধ ভাঙে। গত বৃহস্পতিবার ফের অতিবৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদ এবং পশ্চিম মেদিনীপুরের দিক থেকে আসা শিলাবতী জলে ফুলে উঠে রূপনারায়ণ। সেই বাড়তি জলই জেলেপাড়ার ভাঙন দিয়ে ঢুকে প্লাবিত করেছে আরামবাগের বিস্তীর্ণ এলাকা।