বারুইপুরে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন!। বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারুইপুরের প্লাস্টিক গোডাউন। রবিবার গভীর রাতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ও কালো ধোয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনে পুড়ে গেছে গোডাউনের বেশিরভাগ অংশ। সূত্রের খবর, রবিবার রাতে বারুইপুরের মল্লিকপুরে খিরিশতলায় এক প্লাস্টিকের গোডাউনে আগুন লেগে যায়। প্লাস্টিক দাহ্য পদার্থ হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
কালো ধোয়া, প্লাস্টিক পোড়া দুর্গন্ধ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এলাকাবাসীরা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। দমকলের এক ইঞ্জিনের চেষ্টায় দু’ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কি থেকে এই আগুন লাগল তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোডাউনে সঠিকভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে বিশাল পরিমাণে দাহ্য পদার্থ থাকা সত্ত্বেও কেন গোডাউনে সঠিকভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল সেই প্রশ্ন উঠেছে। গোডাউন কতৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কী করে আগুন লাগলো? তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন – একুশের প্রচারে এবার মহিলা তৃণমূলের হাট মিছিল সোনাপুরে
উল্লেখ্য, বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারুইপুরের প্লাস্টিক গোডাউন। রবিবার গভীর রাতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ও কালো ধোয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনে পুড়ে গেছে গোডাউনের বেশিরভাগ অংশ। সূত্রের খবর, রবিবার রাতে বারুইপুরের মল্লিকপুরে খিরিশতলায় এক প্লাস্টিকের গোডাউনে আগুন লেগে যায়। প্লাস্টিক দাহ্য পদার্থ হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোয়া, প্লাস্টিক পোড়া দুর্গন্ধ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এলাকাবাসীরা।
দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। দমকলের এক ইঞ্জিনের চেষ্টায় দু’ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কি থেকে এই আগুন লাগল তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোডাউনে সঠিকভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে বিশাল পরিমাণে দাহ্য পদার্থ থাকা সত্ত্বেও কেন গোডাউনে সঠিকভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল সেই প্রশ্ন উঠেছে। গোডাউন কতৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কী করে আগুন লাগলো? তা নিয়ে তদন্ত করছে পুলিশ।