Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Naka checking police to seize motorbikes and cars with fake number plates

ভুয়ো নম্বার প্লেটের মোটর বাইক ও গাড়ি ধরতে নাকা চেকিং পুলিশের

ভুয়ো নম্বার প্লেটের মোটর বাইক ও গাড়ি ধরতে নাকা চেকিং পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্লেটের

ভুয়ো নম্বার প্লেটের মোটর বাইক ও গাড়ি ধরতে নাকা চেকিং পুলিশের । পাশাপাশি অপরাধ রুখতে শুরু হয়েছে পুলিশি তল্লাশি অভিযান। রতুয়া থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে রতুয়া এলাকা জুড়ে শুরু হয়েছে পুলিশি তল্লাশি অভিযান।তল্লাশি অভিযানের ছবি ধরা পড়ল রতুয়ার কাহালা ধবিমোড় এলাকায়।

 

এদিন পুলিশকর্মীরা রতুয়া ভালুকা রাজ্য সড়কে বাইক ও চারচাকা ছোট বড় গাড়ি থামিয়ে তল্লাশি চালায়।রতুয়া থানার আইসি সুবীর কর্মকার জানিয়েছেন রাতের বেলা রতুয়া থানা এলাকার বিভিন্ন স্ট্যান্ডে নাকা চেকিং প্রতিনিয়ত হচ্ছিল এবার থেকে দিনের বেলাও বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলবে।

 

কারণ অনেক সময় ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে অপরাধীরা অপরাধ করে অনায়াসে পালিয়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে।এর ফলে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ দমন হবে। রতুয়া থানা এলাকার বিভিন্ন রাজ্য সড়কে যানবাহন থামিয়ে অভিযান তল্লাশি চলছে।তবে সাধারণ মানুষের যেন কোন অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।

 

আর ও পড়ুন    উদ্ধার বিরল প্রজাতির তোতা পাখি, গ্রেফতার আন্তর্জাতিক পাখি পাচারকারী

 

উল্লেখ্য, ভুয়ো নম্বার প্লেটের মোটর বাইক ও গাড়ি ধরতে নাকা চেকিং পুলিশের । পাশাপাশি অপরাধ রুখতে শুরু হয়েছে পুলিশি তল্লাশি অভিযান। রতুয়া থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে রতুয়া এলাকা জুড়ে শুরু হয়েছে পুলিশি তল্লাশি অভিযান।তল্লাশি অভিযানের ছবি ধরা পড়ল রতুয়ার কাহালা ধবিমোড় এলাকায়।এদিন পুলিশকর্মীরা রতুয়া ভালুকা রাজ্য সড়কে বাইক ও চারচাকা ছোট বড় গাড়ি থামিয়ে তল্লাশি চালায়।

 

রতুয়া থানার আইসি সুবীর কর্মকার জানিয়েছেন রাতের বেলা রতুয়া থানা এলাকার বিভিন্ন স্ট্যান্ডে নাকা চেকিং প্রতিনিয়ত হচ্ছিল এবার থেকে দিনের বেলাও বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলবে। কারণ অনেক সময় ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে অপরাধীরা অপরাধ করে অনায়াসে পালিয়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে।এর ফলে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ দমন হবে। রতুয়া থানা এলাকার বিভিন্ন রাজ্য সড়কে যানবাহন থামিয়ে অভিযান তল্লাশি চলছে।তবে সাধারণ মানুষের যেন কোন অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top