প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিলেন এবার এই পুরুষ

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিলেন এবার এই পুরুষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্লেবয়

প্লেবয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিলেন এবার এই পুরুষ।  আমেরিকায় এক ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিলেন পুরুষ মডেল।  যা  নিয়ে  হইচই কান্ড।   জীবনধারা নিয়ে পুরুষদের জন্য এই পত্রিকা। বরাবর  যেখানে নামী-দামি সুন্দরী মডেলদের ছবি থাকে। যৌন আবেদন ঝরে পড়ে সে সব ছবির থেকে। তবে এবার সেই প্রচ্ছদ ভেঙে দিয়েছে এই প্লেবয়।

 

এই পত্রিকায় মূলত মেরিলিন মুনরোর মতো লাস্যময়ী অভিনেত্রীর ছবি থাকে বরাবরই। তবে এই প্রথমবার দেখা গেল এক সমকামী পুরুষ তারকাকে। তাঁর নাম বার্টম্যান রক। বয়স ২৩। তবে বার্টম্যানের খ্যাতি হল কীভাবে? নেটমাধ্যম। সেখান থেকেই তাঁর নাম ছড়িয়ে পড়ে আমেরিকার এন্টারটেনমেন্ট জগতে। তিনি মূলত সাজগোজ নিয়েই কথা বলেন।

 

আর ও  পড়ুন    সব শুটিং বন্ধ রাখলেন শাহরুখ খান, কেন?

 

এর আগে দু’বার পুরুষের মুখ দেখা গিয়েছে প্লেবয়ের প্রচ্ছদে। বার্টম্যান তিন নম্বর। তাই তাঁর ছবি নিয়ে হইচই শুরু হওয়ারই কথা। তার উপর আবার নিজের যৌনতা সম্পর্কেও বলেছেন এই তারকা। তিনি সমকামী। তাঁর বাড়ি ফিলিপিন্সে, ফলে তিনি শ্বেতাঙ্গও নন। তাঁর মতো একজন সমকামী পুরুষ প্লেবয়ের প্রচ্ছদে জায়গা করে নেওয়ায় গর্বিত অনেকেই। চিরাচরিত প্রথা ভেঙ্গে প্লেবয় ম্যাগাজনের প্রচ্ছদে পুরুষের ছবি উঠে আসায় পুরুষমহলের একটি বড়ো অংশ গর্বত বোধ করছেন।

 

উল্লেখ্য, আমেরিকায় এক ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিলেন পুরুষ মডেল।  যা  নিয়ে  হইচই কান্ড।   জীবনধারা নিয়ে পুরুষদের জন্য এই পত্রিকা। বরাবর  যেখানে নামী-দামি সুন্দরী মডেলদের ছবি থাকে। যৌন আবেদন ঝরে পড়ে সে সব ছবির থেকে। তবে এবার সেই প্রচ্ছদ ভেঙে দিয়েছে এই প্লেবয়। এই পত্রিকায় মূলত মেরিলিন মুনরোর মতো লাস্যময়ী অভিনেত্রীর ছবি থাকে বরাবরই। তবে এই প্রথমবার দেখা গেল এক সমকামী পুরুষ তারকাকে। তাঁর নাম বার্টম্যান রক। বয়স ২৩। তবে বার্টম্যানের খ্যাতি হল কীভাবে? নেটমাধ্যম। সেখান থেকেই তাঁর নাম ছড়িয়ে পড়ে আমেরিকার এন্টারটেনমেন্ট জগতে। তিনি মূলত সাজগোজ নিয়েই কথা বলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top