
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা , ১৬ ই জানুয়ারী : প্রাইভেট টিউশন পড়তে গিয়েও নিরাপদ নয় ছাত্রীরা ।সেখানে গিয়েও যৌন নির্যাতনের স্বীকার পাঁচ বছরের ছাত্রী। অভিযোগ শিক্ষিকার বাবার বিরুদ্ধে।ধৃতের নাম সমীর দাস ।তাকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ।
প্রাইভেট টিউশন পড়তে গিয়ে যৌন নির্যাতনের স্বীকার পাঁচ বছরের শিশু কন্যা।অভিযোগ টিউশন মেডামের বাবার বিরুধ্যে।ঘটনা সল্টলেকের বৈশাখী আবাসনের।অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
অভিযোগ, গত এপ্রিল মাসে বৈশাখী আবাসনে তার পাঁচ বছরের মেয়েকে এক ম্যাডামের কাছে টিউশন পড়তে পাঠায় পরিবার।এর পর ওই ম্যাডামের বাবা তার মেয়ের ওপর যৌন নির্যাতন করতে থাকে।মেয়ে অসুস্থতা বোধ করলে গোটা ঘটনার কথা জানতে পারে পরিবার।এর পরই গতকাল রাতে পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়।সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















