চোখে ছানি কি? ছানি পড়ে কেন? বয়স্কদের মধ্যে প্রায় ৮০% অন্ধত্বের কারণ এই চোখে ছানি। চোখে সানি অত্যন্ত প্রচলিত একটি রোগ হলেও চোখে ছানি কী, চোখে ছানি কেন হয় ইত্যাদি সম্পর্কে আমাদের অনেকেরই স্বচ্ছ ধারনা নেই। আমাদের চোখ অনেকটা ক্যামেরার মতো। ক্যামেরার সম্মুখ পার্টে যেমন একটা লেন্স থাকে, চোখের ভেতরে এই লেন্সটা কাজ করে।
লেন্সের কাজ হলো বস্তু থেকে যে আলোটা চোখে আসে, সেই আলোটাকে রিসিভ করে চোখের ভেতরে পর্দা বা রেটিনা, সেখানে এটাকে প্রক্ষেপণ করে এবং রেটিনা সিগন্যালটাকে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক তখন অবয়ব ধরতে পারে, অ্যানালাইসিস করে বলে দিতে পারে যে এই বস্তুটা এই। এটা একটি প্রাকৃতিক উপায়ে জন্মগতভাবে আমরা পেয়ে থাকি। লেন্সের কাজ হলো লাইটটাকে পাস করা এবং ফোকাসে নিয়ে আসা। ওটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ একটা বিষয়।
হিউম্যান লেন্স বা মানুষের চোখের ভেতরে যে প্রাকৃতিক লেন্সটা থাকে, সেটা মেইন উপাদান হলো প্রোটিন। আমিষজাতীয়। তার সাথে জল থাকে, অন্যান্য উপাদানও থাকে, একটা ব্যালান্স পজিশনে থাকে। এই স্বচ্ছতাটা যে মেইনটেইন করতে হবে, এই কাজটা করে দেয় অক্সিজেন, ক্যালোরি এবং ওটা একটা পাম সিস্টেমে থাকে। বেশি জল ঢুকলেই এটা অস্বচ্ছ হয়ে যাবে। অস্বচ্ছ হয়ে যাওয়ার ব্যাপারটা নির্ভর করে আঘাতজনিত ব্যাপার যদি থাকে, জন্মগতভাবে যদি ত্রুটি থাকে, চোখে যদি প্রদাহ থাকে অথবা বয়সজনিত কারণে। অথবা ডায়াবেটিস আছে, মেটাবলিক ডিসঅর্ডার আছে, এগুলোর কারণে ছানি পড়ে।
আর ও পড়ুন নিষিদ্ধ আতশবাজির বিরুদ্ধে পুলিশি অভিযান
এবার দেখেনিন চোখে ছানি কী?
চোখে সানি চোখে ছানি পড়াকে মেডিকেল সাইন্সের ভাষাট লেন্স অপাসিটি ও লেনটিকুলার অপাসিটি নামেও বলা হয়। মূলত চোখের স্বচ্ছ লেন্স ঘোলাটে হয়ে যাওয়াকে ছানি পড়া বলা হয়। কুয়াশায় ঢাকা কাঁচের জানালা দিয়ে বাইরে তাকানো হলে বাইরের পরিবেশ যেমন ঘোলাটে দেখায়, চোখে ছানি পড়া ব্যক্তিদের দৃষ্টি তেমন ঘোলাটে হয়ে থাকে। ছানি সাধারণত ধীরে ধীরে বাড়ে এবং প্রাথমিক অবস্থায় এর দ্বারা দৃষ্টিতে কোনো সমস্যা দেখা দেয় না। তবে পরবর্তীতে এই রোগ স্বাভাবিক দৃষ্টিকে ক্ষতিগ্রস্ত করে।
প্রাথমিক পর্যায়ে চশমা ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ঘরে আলোর পরিমাণ বাড়িয়েও এই সমস্যা দূর করা যায়। তবে স্বাভাবিক দৃষ্টি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হলে ছানি সার্জারি করার প্রয়োজন হতে পারে। ছানির সার্জারি সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকারীভাবে করা সম্ভব।
চোখে ছানি কি? ছানি পড়ে কেন? বয়স্কদের মধ্যে প্রায় ৮০% অন্ধত্বের কারণ এই চোখে ছানি। চোখে সানি অত্যন্ত প্রচলিত একটি রোগ হলেও চোখে ছানি কী, চোখে ছানি কেন হয় ইত্যাদি সম্পর্কে আমাদের অনেকেরই স্বচ্ছ ধারনা নেই। আমাদের চোখ অনেকটা ক্যামেরার মতো। ক্যামেরার সম্মুখ পার্টে যেমন একটা লেন্স থাকে, চোখের ভেতরে এই লেন্সটা কাজ করে।
লেন্সের কাজ হলো বস্তু থেকে যে আলোটা চোখে আসে, সেই আলোটাকে রিসিভ করে চোখের ভেতরে পর্দা বা রেটিনা, সেখানে এটাকে প্রক্ষেপণ করে এবং রেটিনা সিগন্যালটাকে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক তখন অবয়ব ধরতে পারে, অ্যানালাইসিস করে বলে দিতে পারে যে এই বস্তুটা এই। এটা একটি প্রাকৃতিক উপায়ে জন্মগতভাবে আমরা পেয়ে থাকি। লেন্সের কাজ হলো লাইটটাকে পাস করা এবং ফোকাসে নিয়ে আসা। ওটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ একটা বিষয়।