নিজস্ব সংবাদদাতা ১৩ই মে ২০২১ মুর্শিদাবাদ ফরাক্কা:- সাত সকালে পিপিই কীট ঘিরে আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদ ফরাক্কার শ্মশানকালী মন্দিরের পাশে শ্মশানে । বৃস্পতিবার সকালে ফরাক্কার স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ।
ফরাক্কা শ্মশানকালী মন্দিরের পাশে শ্মশান ঘরের মধ্যে পরে রয়েছে পিপিকীট ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে । স্থানীয় বাসিন্দারা জানাই গভীর রাতে কেউ বা করা করোনা দেহ নিয়ে আসে এই শ্মশান ঘাটে,আর পুড়িয়ে চলে যাই এবং ফেলে যাই পিপিই কীট, আর সেই পিপিই কীট এর উপর বসে থাকতে দেখা যাচ্ছে কুকুর ।
