
মুর্শিদাবাদ-বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দল ফরাক্কা গঙ্গা পরিদর্শনে এলেন। গঙ্গা পরিদর্শনে মোট ১১জনের প্রতিনিধি দল আছে।
গতকাল শতাব্দী এক্সপ্রেস ট্রেনে নিউ ফরাক্কা স্টেশনে বাংলাদেশের প্রতিনিধি দল আসা মাত্রই তাদেরকে স্বাগত জানান ফরাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে ও ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের এর আধিকারিক গণ।
পরিদর্শনের পর আগামী ৬ মার্চ গঙ্গার জলবন্টন চুক্তির বিষয় নিয়ে কলকাতায় ইন্দো-বাংলাদেশ জয়েন্ট কমিটির ৮৬ তম মিটিং হবে। এর পাশাপাশি ৭ই মার্চ কলকাতায় কারিগরি পর্যায়ের মিটিং হবে।