ফরাক্কা ব্যাঙ্ক ডাকাতি কাণ্ডের মোট দশ অভিযুক্ত গ্রেপ্তার । ফরাক্কায় ব্যাঙ্ক ডাকাতি কাণ্ডে মোট দশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলো ফরাক্কা থানার পুলিশ। কদিন আগেই মূল পান্ডাকে গ্রেপ্তার ও পরবর্তীতে ২৪ ঘন্টার মধ্যে তার আরও এক সাগরেদকে গ্রেপ্তার করলো পুলিস। বৃহস্পতিবার জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। এসপি ড. ভোলানাথ পান্ডে জানান,, ব্যাংক ডাকাতি কাণ্ডে এখনও পর্যন্ত দশজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগেই মূল পান্ডা কানাইলালাল জাদবকে কাটিহার থেকে গ্রেপ্তার করে পুলিস। সেই ঘটনার পরই থেকেই পালিয়ে বেড়াচ্ছিল ওপর অভিযুক্তরা। । পুলিস তাদের উপর কড়া নজরদারি জারি রেখেছিল। পুলিশ সুপার আরো জানান, ডাকাতির পরেই সেসময় ৫০ লক্ষ এবং পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে দুই দফায় যথাক্রমে ৮ লক্ষ এবং ১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পাশাপাশি একটি বাইক, একটি স্কোরপিও ও একটি ফায়ার আর্মও বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি সংলগ্ন এলাকায় ভরদুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভয়াবহ ডাকাতি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার তৎকালীন এসডিপিও আসিম খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন – বাংলার নতুন রাজ্যপাল হল প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস
তারপরেই কিছুক্ষণের টাকা সহ অন্যতম তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তখন থেকেই পলাতক ছিলো মূল পান্ডা কানাইয়া লাল যাদব সহ বাকি আসামিরা। কিছুদিন আগেই কানাইয়ালালকে কাঠিহার থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বাকি অভিযুক্তরা বারংবার পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু শেষমেশ আর রক্ষা হলো না। ব্যাংক ডাকাতি কাণ্ডের ১০ অপরাধিকেই গ্রেপ্তার করতে সক্ষম হলো জঙ্গিপুর জেলা পুলিশ। ব্যাংক ডাকাতি কাণ্ডের রহস্য উন্মোচন কার্যত ফের একবার বড়সড় সাফল্য বলেই মনে করছে পুলিশ।
















