নিজস্ব সংবাদদাতা,ফরাক্কা, ২৩শে নভেম্বর : মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অনুমানিক ৯ কোটি টাকার তক্ষক সহ পুলিশের জালে ধরা পড়ল এক পাচারকারী। পুলিশ জানিয়েছে ধৃত পাচারকারীর নাম ইশা শেখ। বাড়ি মালদহের কালিয়াচকের সুলতানগঞ্জ। শুক্রবার সকালে মালদহ কালিয়াচক থেকে তক্ষকটি ফরাক্কা এনটিপিসি মোড় ধোসাঘাটে ঝাড়খন্ডের দুজনকে পাচার করার আগেই ফরাক্কার পুলিশের জালে তক্ষক সহ ধরা পড়ে ইশা শেখ। ধৃতকে হাতেনাতে ধরে ফেলে এবং উদ্ধার করা হয় তক্ষক টি উদ্ধার করা হয় এবং ধৃত ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফরাক্কা পুলিশ। এবং জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। কি কারনে এই তক্ষক টি নিয়ে এসে পাচার করা হচ্ছিল তার ও তদন্ত শুরু করেছে পুলিশ ।
ফরাক্কায় ৯ কোটি টাকা মুল্যের তক্ষক উদ্ধার
ফরাক্কায় ৯ কোটি টাকা মুল্যের তক্ষক উদ্ধার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram