২৩৫ কেজির মিষ্টি কুমড়ো ! কোথায় এই কুমড়োর ফলন হলো জানুন

২৩৫ কেজির মিষ্টি কুমড়ো ! কোথায় এই কুমড়োর ফলন হলো জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ফলন

২৩৫ কেজির মিষ্টি কুমড়ো ! কোথায় এই কুমড়োর ফলন হলো জানুন।   অন্য সবজির তুলনায় মিষ্টিকুমড়ো বরাবরই  আকারে একটু বড়ই হয়। সাধারণত একটি মিষ্টি কুমড়োর  ওজন হয় পাঁচ থেকে সাত কেজি। খুব বড় হলে ১৫ থেকে ২০ কেজি। আরও বড় হলে ৩০ থেকে ৪০ কেজি। কিন্তু তাই বলে একটি মিষ্টি কুমড়ার ওজন ২৩৫ কেজি! চীনের একটি সবজি বাগানে এমনই মিষ্টি কুমড়োর হদিশ মিলেছে।  ফলানো হয়েছে এমন বিশাল  সাইজের মিষ্টিকুমড়া।

 

জানা গিয়েছে,   দক্ষিণ-পশ্চিম চীনের শিচুয়ান প্রদেশের চাষীদের এই সফলতা এখন আন্তর্জাতিক খবরে পরিণত হয়েছে। ওই প্রদেশের চেংডু জেলাতে এই বিশাল সাইজের কুমড়োর  দেখা মিলেছে। চাষীরা জানিয়েছেন,  সাতটা মিষ্টিকুমড়ো  ফলিয়েছেন তারা। এর মধ্য সবচেয়ে বড়টি ২৭০ কেজি। আর সবচেয়ে ছোট যেটি, তার ওজনও ৭০ কেজি। সবচেয়ে বড়টি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

 

আর ও  পড়ুন  কোন কোন খাবার শরীরের ভেতর থেকে বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে? 

 

ওই অঞ্চলের চাষীরা জানান, সাধারণ কুমড়োর চেয়ে য়ে এগুলো একটু কম মিষ্টি। স্বাদ যথেষ্ট মিষ্টি।  এ ধরনের কুমড়ো  সিদ্ধ করে মধু মাখিয়ে খেতে খুব মজা। পেস্ট্রি বানিয়ে খেতেও বেশ লাগে।

 

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম চীনের শিচুয়ান প্রদেশের চাষীদের এই সফলতা এখন আন্তর্জাতিক খবরে পরিণত হয়েছে। ওই প্রদেশের চেংডু জেলাতে এই বিশাল সাইজের কুমড়োর  দেখা মিলেছে। চাষীরা জানিয়েছেন,  সাতটা মিষ্টিকুমড়ো  ফলিয়েছেন তারা। এর মধ্য সবচেয়ে বড়টি ২৭০ কেজি।

 

আর সবচেয়ে ছোট যেটি, তার ওজনও ৭০ কেজি। সবচেয়ে বড়টি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।  সাধারণত একটি মিষ্টি কুমড়োর  ওজন হয় পাঁচ থেকে সাত কেজি। খুব বড় হলে ১৫ থেকে ২০ কেজি। আরও বড় হলে ৩০ থেকে ৪০ কেজি। কিন্তু তাই বলে একটি মিষ্টি কুমড়ার ওজন ২৩৫ কেজি! চীনের একটি সবজি বাগানে এমনই মিষ্টি কুমড়োর হদিশ মিলেছে।  ফলানো হয়েছে এমন বিশাল  সাইজের মিষ্টিকুমড়া। ওই অঞ্চলের চাষীরা জানান, সাধারণ কুমড়োর চেয়ে য়ে এগুলো একটু কম মিষ্টি। স্বাদ যথেষ্ট মিষ্টি।  এ ধরনের কুমড়ো  সিদ্ধ করে মধু মাখিয়ে খেতে খুব মজা।

 

ওই প্রদেশের চেংডু জেলাতে এই বিশাল সাইজের কুমড়োর  দেখা মিলেছে। চাষীরা জানিয়েছেন,  সাতটা মিষ্টিকুমড়ো  ফলিয়েছেন তারা। এর মধ্য সবচেয়ে বড়টি ২৭০ কেজি। আর সবচেয়ে ছোট যেটি, তার ওজনও ৭০ কেজি। সবচেয়ে বড়টি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আরও বড় হলে ৩০ থেকে ৪০ কেজি। কিন্তু তাই বলে একটি মিষ্টি কুমড়ার ওজন ২৩৫ কেজি! চীনের একটি সবজি বাগানে এমনই মিষ্টি কুমড়োর হদিশ মিলেছে।  ফলানো হয়েছে এমন বিশাল  সাইজের মিষ্টিকুমড়া।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top