মুর্শিদাবাদ – হরিহরপাড়া ব্লকের রায়পুর ও খিদিরপুর এলাকার কৃষকদের ক্ষোভ এবার রাস্তায়। বুধবার সকালে মিঞার বাগান হাটে ফসলের দাম না পেয়ে হরিহরপাড়া–বহরমপুর রাজ্য সড়কের উপর পটল, শশা, লাফা ছুঁড়ে বিক্ষোভ দেখান তাঁরা।
‘পটল ২ টাকা কেজি, তাও বিক্রি হচ্ছে না’
কৃষকদের দাবি, বর্তমানে পাইকারি বাজারে পটল ২ টাকা, লাফা ২ টাকা ও শসা ৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা ফসল তোলার খরচও তুলতে পারছে না। অনেক ব্যবসায়ী তো ফসল কিনতেই চাইছেন না।
বিক্ষোভে ফসল ছড়িয়ে প্রতিবাদ
এমন পরিস্থিতিতে রায়পুর ও খিদিরপুর গ্রামের একাধিক চাষি পটল-শশা-লাফা রাস্তার উপর ছুঁড়ে দিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হন। তাঁদের স্লোগান, “সরকার অবিলম্বে ন্যায্য দাম নিশ্চিত করুক। না হলে বৃহত্তর আন্দোলন হবেই।”
প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ কৃষকেরা
কৃষকদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আশ্বাস মেলেনি। তাঁদের বক্তব্য, সরকার শুধু কৃষি উৎসবের ছবি তোলে, কিন্তু কৃষকের আর্তনাদ শোনে না।
একজন চাষি বলেন, “বাজারে পটল বিক্রি করে বাসভাড়া উঠছে না। তাহলে ফসল ফলিয়ে লাভ কী? আমাদের ন্যায্য দাম না দিলে আরও জোরদার আন্দোলন হবে।”
এই মুহূর্তে মুর্শিদাবাদের কৃষকদের বিক্ষোভ আরও বড় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
