ফাইনালে ভারত, এশিয়া কাপ হকিতে চীনের মুখোমুখি মহিলারা

ফাইনালে ভারত, এশিয়া কাপ হকিতে চীনের মুখোমুখি মহিলারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা – পুরুষদের পর এবার মহিলাদের সামনেও সুযোগ এলো এশিয়ার সেরা হওয়ার। শনিবার চীনের হাংজুতে এশিয়া কাপ হকির সুপার ফোরে জাপানের বিরুদ্ধে ১-১ ড্র করেছে ভারত। একই দিনে অন্য ম্যাচে কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে চীন। ফলে আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও চীন।

ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে খেলতে থাকে ভারত। প্রথম কোয়ার্টারের ৭ মিনিটে নেহার পাস থেকে গোল করেন বিউটি দুং দুং, যার সুবাদে এগিয়ে যায় ভারতীয় দল। পরবর্তী দুই কোয়ার্টারেও সেই লিড বজায় রাখে সালিমা তেতেরা ও সহ খেলোয়াড়দের দৃঢ় রক্ষণভাগ। তবে শেষ কোয়ার্টারে জাপান আক্রমণ বাড়ালে ভারতকে বেশ চাপের মুখে পড়তে হয়। ম্যাচের ৫৮ মিনিটে গোল শোধ করেন শিহো কোবাকোয়া, ফলে ড্র হয় ম্যাচটি।

এদিনের ম্যাচ ভারতের জন্য আরও একটি বিশেষ মুহূর্ত নিয়ে আসে। দলের অভিজ্ঞ খেলোয়াড় নবনীত কৌর ভারতীয় জার্সিতে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এখন নজর ফাইনালে, যেখানে চীনের বিরুদ্ধে সোনা জয়ের লড়াইয়ে নামবে ভারতীয় মহিলা হকি দল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top