মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহাদেবনগর এলাকায় শুক্রবার রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৩ বছরের এক নাবালকের। মৃতের নাম আব্দুল হাসান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির পাশে একটি সাইকেল হেলান দিয়ে রাখা ছিল। সেই সাইকেলটি হাত দিতেই ঘটে যায় বিপত্তি। শর্ট সার্কিটের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল। ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়রা অনুপনগর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাবালকের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা মহাদেবনগর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি ও তারের রক্ষণাবেক্ষণে প্রশাসনের গাফিলতি চলছে। সেই অবহেলার ফলেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। ক্ষুব্ধ স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।




















