মালদা – রবিবার সকাল থেকে ফারাক্কা ব্যারেজের উপর আটকে পড়েছে মালদা–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন, ফলে শতাধিক যাত্রী চরম ভোগান্তির শিকার। সকাল আটটার পরপরই নিউ ফরাক্কা স্টেশনের প্রবেশমুখে হঠাৎই ইলেক্ট্রিক তার ছিঁড়ে যায়, যার জেরেই ব্যারেজের উপর দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।
রেল সূত্রে জানা গেছে, তার ছিঁড়ে যাওয়ার কারণে ট্রেন চলাচলে গুরুতর ব্যাঘাত ঘটেছে। ব্যারেজের উপর দিয়ে অন্যান্য ট্রেনের চলাচলও অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় যাত্রীদের মধ্যে অসন্তোষ, ক্ষোভ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল দপ্তরের কর্মকর্তারা ও RPF আধিকারিকরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মেরামতির কাজ চলছে, তবে কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব হয়নি।
মালদা থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা ছিল ট্রেনটির, কিন্তু ব্যারেজের উপর দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফারাক্কা ব্যারেজের উপর ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত কর্মী ও প্রযুক্তিগত সহায়তা পাঠিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি ভিত্তিতে মেরামতির কাজ জারি রয়েছে।




















