ফালাকাটায় ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচার। পৌর এলাকা পরিষ্কার রাখতে ও সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলো স্বেচ্ছাসেবী সংস্থা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার সংস্থার সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে ফালাকাটা ১৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে গিয়ে নর্দমা পরিষ্কার রাখা, বাড়ির কোথাও কোনও রকম নোংরা আবর্জনা ও জল জমতে না দেওয়া ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতামূলক প্রচার করে।
ওই প্রচারে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সাহাও সামিল হন। তিনিও সংস্থার সাথে নাগরুকদের বাড়িতে গিয়ে সচেতন করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংস্থার সভাপতি শুভজিৎ সাহা বলেন, সাধারণ মানুষদের পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ে সচেতন করার উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও এই ধরণের কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন – মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি মহাযজ্ঞ
উল্লেখ্য, পৌর এলাকা পরিষ্কার রাখতে ও সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলো স্বেচ্ছাসেবী সংস্থা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার সংস্থার সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে ফালাকাটা ১৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে গিয়ে নর্দমা পরিষ্কার রাখা, বাড়ির কোথাও কোনও রকম নোংরা আবর্জনা ও জল জমতে না দেওয়া ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতামূলক প্রচার করে।
ওই প্রচারে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সাহাও সামিল হন। তিনিও সংস্থার সাথে নাগরুকদের বাড়িতে গিয়ে সচেতন করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংস্থার সভাপতি শুভজিৎ সাহা বলেন, সাধারণ মানুষদের পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ে সচেতন করার উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও এই ধরণের কর্মসূচি পালন করা হবে। ফালাকাটায় ডেঙ্গু