আলিপুরদুয়ার- সূর্য অস্ত যেতেই জলদাপাড়ার ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসছে বুনো হাতির দল। ফালাকাটা ও মাদারিহাট বীরপাড়া ব্লকে প্রতিদিনের চেনা আতঙ্ক হয়ে উঠছে এই বুনো হানা। গত রাতেও ব্যতিক্রম ঘটেনি।জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি হাতির একটি দল ফালাকাটার শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর ও খাউচাঁদপাড়ায় প্রবেশ করে। রাত প্রায় একটা নাগাদ, কৃষক অমিত সুব্বার সুপারি বাগানে ঢুকে পড়ে ওই হাতির দল। ফলত, প্রায় ৩০টি সুপারি গাছ উপড়ে ও ভেঙে দেয় তারা।এদিকে, রাত প্রায় এগারোটার সময় মাদারিহাট বীরপাড়ার পূর্ব মাদারিহাট এলাকায় হানা দেয় হাতির আরেকটি দল। কৃষক মনিরুউদ্দিন মিয়ার এক বিঘা জমির ভুট্টা ফসল খেয়ে ও মাড়িয়ে ব্যাপক ক্ষতি করে তারা।ভয়াবহ এই পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তোলে প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা। চারদিক অন্ধকারে ডুবে থাকা অবস্থায়, গ্রামে বুনো হাতির অনুপ্রবেশ গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। খাউচাঁদপাড়ার বিভিন্ন এলাকাতেও ঢুকে পড়ে দুটি হাতি, ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়িয়ে দেয়।
