ফালাকাটা ও মাদারিহাটে ফের বুনো হাতির হানা, সুপারি ও ভুট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফালাকাটা ও মাদারিহাটে ফের বুনো হাতির হানা, সুপারি ও ভুট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আলিপুরদুয়ার- সূর্য অস্ত যেতেই জলদাপাড়ার ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসছে বুনো হাতির দল। ফালাকাটা ও মাদারিহাট বীরপাড়া ব্লকে প্রতিদিনের চেনা আতঙ্ক হয়ে উঠছে এই বুনো হানা। গত রাতেও ব্যতিক্রম ঘটেনি।জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি হাতির একটি দল ফালাকাটার শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর ও খাউচাঁদপাড়ায় প্রবেশ করে। রাত প্রায় একটা নাগাদ, কৃষক অমিত সুব্বার সুপারি বাগানে ঢুকে পড়ে ওই হাতির দল। ফলত, প্রায় ৩০টি সুপারি গাছ উপড়ে ও ভেঙে দেয় তারা।এদিকে, রাত প্রায় এগারোটার সময় মাদারিহাট বীরপাড়ার পূর্ব মাদারিহাট এলাকায় হানা দেয় হাতির আরেকটি দল। কৃষক মনিরুউদ্দিন মিয়ার এক বিঘা জমির ভুট্টা ফসল খেয়ে ও মাড়িয়ে ব্যাপক ক্ষতি করে তারা।ভয়াবহ এই পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তোলে প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা। চারদিক অন্ধকারে ডুবে থাকা অবস্থায়, গ্রামে বুনো হাতির অনুপ্রবেশ গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। খাউচাঁদপাড়ার বিভিন্ন এলাকাতেও ঢুকে পড়ে দুটি হাতি, ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়িয়ে দেয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top