ফালাকাটা শহরে জুয়ার বিরূদ্ধে পুলিশী অভিযান, গ্রেপ্তার ৪

ফালাকাটা শহরে জুয়ার বিরূদ্ধে পুলিশী অভিযান, গ্রেপ্তার ৪

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফালাকাটা শহরে জুয়ার বিরূদ্ধে পুলিশী অভিযান, গ্রেপ্তার ৪। কালীপুজোর আগেই ফালাকাটায় বেআইনী জুয়া খেলার বিরূদ্ধে ব্যাপক অভিযান শুরু করলো ফালাকাটা থানার পুলিশ।গ্রেপ্তার করা হল চার জুয়াড়ীকে।শুক্রবার রাতে ফালাকাটা শহরের নতুন চৌপথী পেট্টল পাম্পের কাছে একটি গলিতে ওই জুয়ার আসর বসানো হয়েছিল৷গোপন সুত্রে খবর পেয়ে ওই জুয়ার আসরে আচমকাই হানা দিয়ে ওই ৪ জুয়াড়ীকে পাকড়াও করে ফালাকাটা থানার পুলিশ৷ধৃতদের নাম যথাক্রমে শংকর দাস,

 

মানব বনিক,নরেশ ভৌমিক ও সহদেব সাহা৷তাদের হেফাজত থেকে ২৭৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরূদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷শনিবার অভিযুক্তদের আলিপুরদুয়ার আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের জেল ফেফাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন – থিম ও সাবেকিয়ানার মেল বন্ধনে নজর কাড়বে ডুয়ার্সের নেতাজী সংঘ

উল্লেখ্য, ফালাকাটা শহরে জুয়ার বিরূদ্ধে পুলিশী অভিযান, গ্রেপ্তার ৪। কালীপুজোর আগেই ফালাকাটায় বেআইনী জুয়া খেলার বিরূদ্ধে ব্যাপক অভিযান শুরু করলো ফালাকাটা থানার পুলিশ।গ্রেপ্তার করা হল চার জুয়াড়ীকে।শুক্রবার রাতে ফালাকাটা শহরের নতুন চৌপথী পেট্টল পাম্পের কাছে একটি গলিতে ওই জুয়ার আসর বসানো হয়েছিল৷গোপন সুত্রে খবর পেয়ে ওই জুয়ার আসরে আচমকাই হানা দিয়ে ওই ৪ জুয়াড়ীকে পাকড়াও করে ফালাকাটা থানার পুলিশ৷ধৃতদের নাম যথাক্রমে শংকর দাস,মানব বনিক,নরেশ ভৌমিক ও সহদেব সাহা৷তাদের হেফাজত থেকে ২৭৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরূদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷শনিবার অভিযুক্তদের আলিপুরদুয়ার আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের জেল ফেফাজতের নির্দেশ দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top