ফিনিশার দীনেশ কার্তিক আর ক‍্যাপ্টেন রোহিত শর্মা ম‍্যাচ জিতিয়ে দিলেন

ফিনিশার দীনেশ কার্তিক আর ক‍্যাপ্টেন রোহিত শর্মা ম‍্যাচ জিতিয়ে দিলেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফিনিশার দীনেশ কার্তিক আর ক‍্যাপ্টেন রোহিত শর্মা ম‍্যাচ জিতিয়ে দিলেন। ফিনিশার দীনেশ কার্তিক নাম তার। প্রমাণ দিলেন আরেকবার। শুক্রবার তিনি ৫০০ স্ট্রাইক রেটে রান করে জিতিয়ে দিলেন ভারতকে। তিন ম‍্যাচের ফল এখন ১-১, সমান সমান। তবে এই জেতার আসল হকদার ক‍্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত কার্তিকের যুগলবন্দী শেষ ওভারে ম‍্যাচ জিতিয়ে দিল।

 

এটি ছিল ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম‍্যাচ। তৃতীয় ম‍্যাচ আগামী রবিবার। সেখানেই জয়পরাজয় নির্ধারিত হবে। রোহিতের স্ট্রাইক রেট ২৩০ আর বিরাট কোহলি ১৮৪। মাত্র ৮ ওভারের খেলা। ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ নির্বাচিত হন রোহিত শর্মা। মোষ্ট ভ‍্যালুয়েবল প্লেয়ার হন অক্ষর প‍্যাটেল। তার তিন উইকেটের জন‍্য। বৃষ্টির জন‍্য খেলা কুড়ি ওভার থেকে কমিয়ে ৮ ওভার করা হয়। মোষ্ট এনারজেটিক প্লেয়ার নির্বাচিত হন বিরাট কোহলি। চার বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে যায় ভারত।

আরও পড়ুন – জেলার দাবিতে বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

উল্লেখ্য, ফিনিশার দীনেশ কার্তিক নাম তার। প্রমাণ দিলেন আরেকবার। শুক্রবার তিনি ৫০০ স্ট্রাইক রেটে রান করে জিতিয়ে দিলেন ভারতকে। তিন ম‍্যাচের ফল এখন ১-১, সমান সমান। তবে এই জেতার আসল হকদার ক‍্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত কার্তিকের যুগলবন্দী শেষ ওভারে ম‍্যাচ জিতিয়ে দিল। এটি ছিল ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম‍্যাচ। তৃতীয় ম‍্যাচ আগামী রবিবার।

 

সেখানেই জয়পরাজয় নির্ধারিত হবে। রোহিতের স্ট্রাইক রেট ২৩০ আর বিরাট কোহলি ১৮৪। মাত্র ৮ ওভারের খেলা। ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ নির্বাচিত হন রোহিত শর্মা। মোষ্ট ভ‍্যালুয়েবল প্লেয়ার হন অক্ষর প‍্যাটেল। তার তিন উইকেটের জন‍্য। বৃষ্টির জন‍্য খেলা কুড়ি ওভার থেকে কমিয়ে ৮ ওভার করা হয়। মোষ্ট এনারজেটিক প্লেয়ার নির্বাচিত হন বিরাট কোহলি। চার বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে যায় ভারত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top