শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন

শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ফিফা

শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন । আর মাত্র এক বছরের অপেক্ষা। ২০২২ সালের ২১ নভেম্বর কাতারের মাটিতে শুরু হবে বিশ্বকাপ। যা ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে।  এরপরই মধ্য এশিয়ায় প্রথমবারের জন্য আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। কাতারের মাটিতে বিশ্বজয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবেন মেসি, নেইমার, রোনালদোরা। রোববার শুরু হয়ে গেছে তারই কাউন্টডাউন।

 

রোববার কাতারে উন্মোচিত হয়েছে ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন ক্লক। দেশটির দোহায় কর্নিশ ফিশিং স্পটে বসানো হয়েছে এই বিশেষ ঘড়ি। ঘড়ি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০ জন বিশেষ অতিথি। এছাড়া ফিফার ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়েছে এই কাউন্টডাউন ঘড়ির উন্মোচন অনুষ্ঠানটি। বিশেষ এই ঘড়িটির ডিজাইন করার ক্ষেত্রে অনুরপ্রেরণা নেয়া হয়েছে কাতার বিশ্বকাপের প্রতীক ও লোগো থেকে। যা বোঝাচ্ছে প্রাচীন কাল থেকে সময়ের হিসাব রেখে আসছে ঘড়িটি। তবে এখন এটি শুধুমাত্র ৩৬৫ দিনের হিসাব রাখার জন্য স্থাপন করা হয়েছে।

 

আর ও পড়ুন      মাধ্যমিক পাশেই নৌসেনায় চাকরির সুযোগ, ২৭৫টি পদে নিয়োগ  

 

যেকোনো এঙ্গেল থেকে ঘড়িটি একইরকম দেখা যাবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘গত কয়েক দশকে আমি অনেক খেলাধুলার আসরের সঙ্গে জড়িত ছিলাম। তবে এখন যা দেখছি, তেমন ঘটনা এর আগে কখনও দেখিনি। এখানে সবকিছু প্রস্তুত, ম্যাচের ভেন্যুগুলো দুর্দান্ত। বিশ্বকাপে দর্শকদের অভিজ্ঞতাও হবে দুর্দান্ত।’

 

২০২২ সালের ২১ নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। প্রায় এক মাসের লড়াই শেষে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। কাতারের পাঁচ শহরের আটটি নয়নাভিরাম ও অত্যাধুনিক স্টেডিয়ামে হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। ১৮তম দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার। এর আগে এশিয়ার মধ্যে বিশ্বকাপ হয়েছে মাত্র একবার।

 

উল্লেখ্য, শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন । আর মাত্র এক বছরের অপেক্ষা। ২০২২ সালের ২১ নভেম্বর কাতারের মাটিতে শুরু হবে বিশ্বকাপ। যা ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে।  এরপরই মধ্য এশিয়ায় প্রথমবারের জন্য আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। কাতারের মাটিতে বিশ্বজয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবেন মেসি, নেইমার, রোনালদোরা। রোববার শুরু হয়ে গেছে তারই কাউন্টডাউন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top