ফিরছে পুরোনো রোম্যান্স, এবারে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন যশ-মধুমিতা

ফিরছে পুরোনো রোম্যান্স, এবারে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন যশ-মধুমিতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
madhumita

২০১৩ সালের ব্লকব্লাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে জুটি বাঁধতে দেখা গেছিলো যশ এবং মধুমিতাকে। ধারাবাহিকে যশ এবং মধুমিতার জুটি ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর কেটে গেছে প্রায় ৭ বছর। ভালোবেসে দর্শকরা ওই জুটির নাম দিয়েছিলেন ‘যশমিতা’।

বহুদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে আবারও এই সুপারহিট জুটি কে একসঙ্গে দেখা যাবে। এবারে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এবারে ধারাবাহিক নয় বরং বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন মধুমিতা এবং যশ। এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানান, খবরটি সত্যি।

yash

এসভিএফ এর ব্যনারে বড় পর্দায় জুটি বাঁধছেন দুজনে। তবে ছবির পরিচালক কে হবেন বা ছবির নাম কী হবে, এই বিষয়ে মুখ খোলেননি যশ। তবে সম্পর্কের নিরিখে নুসরতের সঙ্গে নাম জড়িয়ে বর্তমানে মাঝে মধ্যেই তিনি থাকেন খবরের শিরোনামে। আর অন্য দিকে মধুমিতা, তাঁর স্টাইল আইক্যুনে ফিদা করছে ভক্তদের। ফলে এই জুটি আবারও এক ফ্রেমে মানেই চমক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top