কলকাতা মেয়র ফিরহাদ হাকিম প্রেস কনফারেনস করেন। তিনি বলেন, বেআইনি নির্মাণ হচ্ছে। গরীব মানুষ যাতে কলকাতায় থাকতে পারেন তার জন্য আইন সংশোধন করা হয়েছে। ঠিকা প্রজাদের লিজ দেওয়ার জন্য ঠিকা সেল করা হয়েছে। কলকাতা পৌর সংস্থায় সমস্ত কাজ করার সুযোগ তৈরি করা হয়েছে। তার পরেও কেন মানুষ বেআইনি নির্মাণ হচ্ছে। এটা হলে তো মানুষের বেআইনি বলে তারা বোকামি করছেন।
তিনি বলেন, অনেক জায়গা বাংলা বাড়িও করে দেওয়া হচ্ছে। তাহলে তো পৌর সংস্থার থেকে বেআইনি করলে ব্যাবস্থা গ্রহন করবে। ফিরহাদ বলেন, কলকাতায় কোভিড বাড়ছে না। অনেক জায়গা থেকে ভ্যাকসিনেশন ভালো হয়েছে। তাই নতুন করে এখানে কোনো কিছু নেই। দুষ্কৃতীরা সমাজে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু পুলিশই সেটা উদ্ধার করছে। এটা তো থাকবে। অস্ত্র বিহার থেকে ঝাড়খণ্ড থাকে ইউপি থেকে আসছে। দিল্লিতে কত বড় ঘটনা ঘটেছে। সব জায়গায় পাওয়া যাবে সুকান্ত বাবুর বাড়িতেও অস্ত্র পাওয়া যাবে। অস্ত্র শুধু কলকাতায় উদ্ধার হয় না অন্য জায়গা উদ্ধার হয়। আগেকার দিনে তিন দিন ধরে বোমাবাজি হত, এখন সেটা হয়না।
আর ও পড়ুন কিছুক্ষণের কালবৈশাখীতে লন্ডভন্ড নদীয়ার এই এলাকা
তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গা ট্রামের লাইনে পাতা যায় তার জন্য কাজ শুরু হয়েছিল। মোমিনপুর, খিদিরপুর ট্রাম বন্ধ হয়ে গিয়েছিল। তার জন্য ট্রাম চালানোর কাজ শুরু করা হবে। যাতে নতুন করে চালানো যায়।
কলকাতা মেয়র ফিরহাদ হাকিম প্রেস কনফারেনস করেন। তিনি বলেন, বেআইনি নির্মাণ হচ্ছে। গরীব মানুষ যাতে কলকাতায় থাকতে পারেন তার জন্য আইন সংশোধন করা হয়েছে। ঠিকা প্রজাদের লিজ দেওয়ার জন্য ঠিকা সেল করা হয়েছে। কলকাতা পৌর সংস্থায় সমস্ত কাজ করার সুযোগ তৈরি করা হয়েছে। তার পরেও কেন মানুষ বেআইনি নির্মাণ হচ্ছে। এটা হলে তো মানুষের বেআইনি বলে তারা বোকামি করছেন।
তিনি বলেন, অনেক জায়গা বাংলা বাড়িও করে দেওয়া হচ্ছে। তাহলে তো পৌর সংস্থার থেকে বেআইনি করলে ব্যাবস্থা গ্রহন করবে। ফিরহাদ বলেন, কলকাতায় কোভিড বাড়ছে না। অনেক জায়গা থেকে ভ্যাকসিনেশন ভালো হয়েছে। তাই নতুন করে এখানে কোনো কিছু নেই। দুষ্কৃতীরা সমাজে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু পুলিশই সেটা উদ্ধার করছে। এটা তো থাকবে। অস্ত্র বিহার থেকে ঝাড়খণ্ড থাকে ইউপি থেকে আসছে। দিল্লিতে কত বড় ঘটনা ঘটেছে। সব জায়গায় পাওয়া যাবে সুকান্ত বাবুর বাড়িতেও অস্ত্র পাওয়া যাবে। অস্ত্র শুধু কলকাতায় উদ্ধার হয় না অন্য জায়গা উদ্ধার হয়। আগেকার দিনে তিন দিন ধরে বোমাবাজি হত, এখন সেটা হয়না।