ফিরে দেখা ২০২২: সারাবছর যে খবরগুলো গুগল সার্চে বেশি ছিল। করোনা মুক্তি থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। শেষ বেলায় ওয়ার্ল্ডকাপ ফুটবল একের পর এক যোগ-বিয়োগের পালা কাটিয়ে নতুন বছরের দিকে পা রাখতে চলেছি আমরা।
লতা মঙ্গেশকরের মৃত্যুঃ বছরের শুরুটা যেমন তেমন হলেও ফেব্রুয়ারি মাস থেকে যেন মৃত্যু মিছিল শুরু হয়েছিল দেশে। ভারতের সুরসম্রাজ্ঞী লতামঙ্গেশকরকে বছরের শুরুতেই হারাতে হয়েছে আমাদের। বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শীত পার হতে না হতেই হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই শরীর ভাল যাচ্ছিল না তাঁর। হাসপাতাল থেকে বাড়িও ফিরেছিলেন তিনি। কিন্তু তারপরে আবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শেষে ৬ ফেব্রুয়ারি পরোলোক গমন করেন তিনি। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শিল্পী মহলেও শোকের ছায়া। তাঁর গাওয়া গানের চানে গুগল সার্চের রেকর্ড ভেেঙ দিয়েছিল।
আরও পড়ুন – আর্জেন্টিনার ‘তিন তারা’ লোগো উন্মোচন
বাপ্পি লাহিড়ির মৃত্যুঃ লতা মঙ্গেশকরের শোক কাটিয়ে ওঠার আগেই আরেক ছন্দোপতন বলিউডে। মারা গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার গীতিকার বাপ্পি লাহিড়ি। সেই মৃত্যুও সুখের ছিল না। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। এমনকী হাঁটতে পর্যন্ত পারছিলেন না। তার মধ্যেই গান তৈরির কাজ করছিলেন বাপ্পি লাহিড়ি। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে তাঁকে হার মানিয়ে ছাড়ল কোভিড। পোস্ট কোভিড উপসর্গে মারা গেলেন বলিউডের আরেক তারকা সঙ্গীতশিল্পী। ১৫ ফেব্রুয়ারি ২০২২ মুম্বইয়ের হাসপাতালেই মারা যান বাপ্পি লাহিড়ি। তাঁর গান আজও গুগলে সার্চ দিয়ে চলেছে সঙ্গীত প্রেমীরা।
শ্যেন ওয়ার্নের মৃত্যুঃ অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যুর ঘটনা হঠাৎ করে বড় বেশি বেড়ে গিয়েছে। অস্বাভাবিক হলেও সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক কারণ থেকে থাকতে পারে এই ধরনের ঘটনার ক্ষেত্রে। কিন্তু একজন স্পোর্টম্যানের সঙ্গেও যে সেটা ঘটতে পারে সেটা অনেকেই বিশ্বাস করতে পারেননি। অস্ট্রেলীয় ক্রিকেট তারকা শ্যেন ওয়ার্নের গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২২ সালের ৪ মার্চ হঠাৎই মারা যান অস্ট্রেলীয় ক্রিকেট তারকা শ্যেন ওয়ার্ন। যাঁর ক্ষিপ্র গতির বোলিংয়ে স্কিল ভয় ধরাত প্রতিপক্ষকে। শ্যেন ওয়ার্ন বল করতে সামলেই বাড়তি সতর্ক হতেন দুঁদে ক্রিকেটাররা। সকলে চমকে দিয়েই থাইল্যান্ডে মারা যান শ্যেন ওয়ার্ন। বয়স হয়েছিল ৫২ বছর।
করোনা মুক্তিঃ শেষ পর্যন্ত করোনা মুক্তির পথে গোটা দেশ। গোটা দেশে করোনা সংক্রমণ নেই বললেই চলে। ১৯ ডিসেম্বর ২০২২ গোটা দেশে একজন ব্যক্তিও করোনা আক্রান্ত হননি। তাতেই আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। চিকিৎসকরা বলছেন করোনা থাকলেও সেই ভয়াবহ রূপ আর থাকবে না। সেটা সাধারন ফ্লু হয়েই রয়ে যাবে বলে জানিেয়ছেন তাঁরা।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুঃ ২০২২ সালে বিশ্বের ইতিহাসে আরেকটি গুরুত্ব পূর্ণ ঘটনা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ। একটা অধ্যায় যেন শেষ হল তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে। বয়সের কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু সেপ্চেম্বর মাসের প্রথম থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। রানির করোনাও হয়েছিল। তারপর থেকেই আর শরীর ভাল যাচ্ছিল না। শেষে ৮ সেপ্টেম্বর নিজের প্রাসাদেই মারা যান তিনি। রীতি মেনেই শেষ কৃত্য সম্পন্ন করে ব্রিটেনের রাজ পরিবার।
হর ঘর তেরঙ্গাঃ স্বাধীনতারক ৭৫ বছর পূর্তি। সেটা বিশেষ করে তুলতে মোদী সরকার নতুন কর্মসূচির ডাক দিয়েছিল। হর ঘর তেরঙ্গা। গোটা দেশে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেছিল মোদী সরকার। তাই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চালিয়েছিল বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। হর ঘর তেরঙ্গা কর্মসূচির জেরে রেকর্ড ব্যবসা হয়েছিল দেশে। ফিরে দেখা ২০২২