‘ফিরে দেখা’ অনুষ্ঠানে বয়স্কদের মশারি দান করলেন জ্যোতিপ্রিয় মল্লিক

‘ফিরে দেখা’ অনুষ্ঠানে বয়স্কদের মশারি দান করলেন জ্যোতিপ্রিয় মল্লিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩১ ডিসেম্বর, শান্তনু ঠাকুর নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নাম করে ২০০ টাকার বিনিময় ফর্ম ফিলাপ করাচ্ছে।বিজেপির নেতারা লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা তুলেছে। হাবড়ায় মঙ্গলবার দুপুরে বয়স্কদের নিয়ে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের একথাই বললেন জ্যোতিপ্রিয় মল্লিক।

এলাকার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে এনিয়ে তৃতীয় বছর উদযাপন করলেন ‘ফিরে দেখা’ নামক এই অনুষ্ঠান। হাবড়ার দেশবন্ধু পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের মিষ্টিমুখ করানো, দুপুরের ভোজন পাশাপাশি কিছু সামগ্রী সাহায্য তুলে দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হল না।

রাজ্যে সবথেকে সবথেকে বেশি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিল হাবড়া এলাকা। তাই অন্যবার কম্বল দান করা হলেও এবার বৃদ্ধ-বৃদ্ধাদের c করা হল। ২৪০০ দম্পতিকে মশারি দান করা হল। আগামীতে আরও মশারী দান করা হবে এমনটাই জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনুষ্ঠানে আগত সকল বৃদ্ধ-বৃদ্ধারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top