নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,২৫ নভেম্বর,২০২০: বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জ্যাঙাল আটি গ্রামের ঘটনা। একশো কুড়ি বস্তা ধান ভর্তি 407 রাস্তার ধারে লোড করা অবস্থায় ছিল। ড্রাইভার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন, ঠিক সেই সময় চারজন মহেন্দ্র ম্যাক্স গাড়িতে ঐ ট্রাক থেকে ধান নামিয়ে নিজেদের গাড়ীতে লোড করে পালানোর চেষ্টা করছিলেন।

খবর পেয়ে গ্রামবাসীরা চোরদের পেছনে ধাওয়া করে এবং কিছুদূর গিয়ে ধরে ফেলে দুজনকে। অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত দুজনকে এখনো পর্যন্ত একটি ঘরে আটকে রেখেছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে চলে গেছে। গ্রামবাসীদের অভিযোগ পুলিশের গাফিলতিতে চোর ডাকাত ছিনতাই বাজরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়। রাতে কোনো পেট্রোলিং ডিউটি ঠিক মত করে না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রামবাসীরা ধৃতদের চোরদের পুলিশের হাতে তুলে দেয় নি। গ্রামবাসীদের আশঙ্কা এর পেছনে বড়োসড়ো চক্র কাজ করছে। সঠিক তদন্ত করার হবে এই মর্মে পুলিশ মুচিলেখা দিলে তবেই আটক চোরদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।