নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- কেষ্টপুরে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ফি মুকুবের দাবি নিয়ে অভিভাবকদের বিক্ষোভ। অভিভাবকদের অভিযোগ, ১৪ তারিখের মধ্যে বকেয়া ফি না মেটালে অনলাইন ক্লাস বন্ধ করে দেওয়ার নোটিশ দিয়েছে স্কুল। অভিভাবকদের দাবি, প্রত্যেক মাসে স্কুল ফি বাবদ তাদের থেকে ১৫০০ টাকা নেওয়া হয়। তারা টিউশন ফি বাবদ ৭৭৫ দিতে রাজি। তবে অন্য কোন বর্ধিত টাকা তারা দিতে পারবে না। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। ।