মুর্শিদাবাদ – লাগাতার বৃষ্টি ও তিলপাড়া ব্যারেজ থেকে বিশাল জল ছাড়ার ফলে ফুঁসছে ময়ূরাক্ষী নদী। আর এই অবস্থাতেই বিপত্তি ঘটল বড়ঞার পাঁচথুপি এলাকার বাসিন্দা লালা ঘোষের জীবনে। মঙ্গলবার দুপুরে মহিষ নিয়ে নদীর তীরে গিয়েছিলেন তিনি। হঠাৎ বাড়তে থাকা জলে মাঝ নদীতে আটকে পড়েন লালা ঘোষ।
ভরতপুর থানার সরডাঙ্গা এলাকার হরিশের ঘাটে স্থানীয়রা তাঁকে বিপদে পড়তে দেখে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। এরপর প্রশাসনকে খবর দেওয়া হলে ভরতপুর থানার পুলিশ তৎক্ষণাৎ উদ্যোগ নেয়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর স্পিড বোট ব্যবহার করে লালা ঘোষকে নিরাপদে উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল থেকেই লাগাতার বৃষ্টি এবং তিলপাড়া ব্যারেজ থেকে প্রায় ৫০ হাজার কিউসেক জল ছাড়ার কারণে ময়ূরাক্ষীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এই কারণে আশপাশের নদীতীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।




















