ফুচকা খেয়ে একসঙ্গে অসুস্থ ৩৫ জন, চাঞ্চল্য মেদিনীপুরে

ফুচকা খেয়ে একসঙ্গে অসুস্থ ৩৫ জন, চাঞ্চল্য মেদিনীপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর – ফুচকা খাওয়ার পর একসঙ্গে ৩৫ জন অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ায়। মঙ্গলবার সন্ধ্যায় এলাকার একটি স্টল থেকে ফুচকা খাওয়ার পর বুধবার সকাল থেকেই আক্রান্তদের পায়খানা ও বমি শুরু হয়। তড়িঘড়ি তাঁদের মধ্যে ১৫ জনকে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের গ্রামেই চিকিৎসা চলছে।

চিকিৎসাধীনদের পরিবারের দাবি, ওই স্টলের ফুচকা বা ব্যবহৃত জলের মধ্যেই বিষক্রিয়া ছিল। স্থানীয় বাসিন্দাদের কথায়, যাঁরা ফুচকা খেয়েছেন, তাঁদের সকলেরই একই উপসর্গ দেখা দিয়েছে। এক বাসিন্দা জানান, তাঁর দুই ছেলে ফুচকা খাওয়ার পর অসুস্থ হয়েছে। অন্যদিকে, আরেকজন বলেন, সন্ধ্যায় ফুচকা খাওয়ার পর রাত থেকেই তাঁর স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়, পরদিন সকালে অবস্থার অবনতি হয়।

ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে। আশপাশের গ্রামের বহু মানুষও অসুস্থ হওয়ায় ফুচকার বিষক্রিয়াকেই দায়ী করছেন স্থানীয়রা। বর্তমানে ফুচকা বিক্রেতাকে ঘিরেও প্রশ্ন উঠছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top