ফুটপাত দখল মুক্ত করতে আজ থেকে পথে নামলো বাঁশবেড়িয়া পৌরসভা। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা পক্ষ থেকে আজ পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে ও যানজট কাটাতে সাহসী পদক্ষেপ নিয়েছেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী, মূলত ত্রিবেনী এলাকায় রয়েছে শ্মশান ঘাট ,ফেরিঘাট ,স্নানের ঘাট ,ব্যাংক ,মার্কেট ,স্টেশন ,বাস্টস্ট্যান্ড,সহ গুরুত্বপূর্ণ জিনিস।
শ্মাশন ঘাটে শুধু হুগলি জেলা নয় বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যে থেকে বহু মানুষ এই ত্রিবেনী শহরে আসেন ।তাই আগামী দিনে শহরকে যানজট থেকে রেহাই পেতে ফুটপাত থেকে দোকান সরানোর উদ্যোগ নিলো বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী।
এর আগে মাইকিং প্রচার করে দোকানদারদের সতর্ক করা হয়েছে। আজ সকালে পৌর প্রধান আদিত্য নিয়োগী নিজে ত্রিবেনীর বিভিন্ন এলাকায় ঘুরে পাঁয়ে হেঁটে দোকানদারদের সচেতন করলেন আরো একবার পাশাপাশি আগামী কাল থেকে রাস্তার ধারে দোকান নিয়ে বসা যাবে না এছাড়া উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকরা।
উল্লেখ্য, ফুটপাত দখল মুক্ত করতে আজ থেকে পথে নামলো বাঁশবেড়িয়া পৌরসভা। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা পক্ষ থেকে আজ পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে ও যানজট কাটাতে সাহসী পদক্ষেপ নিয়েছেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী, মূলত ত্রিবেনী এলাকায় রয়েছে শ্মশান ঘাট ,ফেরিঘাট ,স্নানের ঘাট ,ব্যাংক ,মার্কেট ,স্টেশন ,বাস্টস্ট্যান্ড,সহ গুরুত্বপূর্ণ জিনিস।
আর ও পড়ুন সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার রুপোর গয়না উদ্ধার
শ্মাশন ঘাটে শুধু হুগলি জেলা নয় বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যে থেকে বহু মানুষ এই ত্রিবেনী শহরে আসেন ।তাই আগামী দিনে শহরকে যানজট থেকে রেহাই পেতে ফুটপাত থেকে দোকান সরানোর উদ্যোগ নিলো বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী।
এর আগে মাইকিং প্রচার করে দোকানদারদের সতর্ক করা হয়েছে। আজ সকালে পৌর প্রধান আদিত্য নিয়োগী নিজে ত্রিবেনীর বিভিন্ন এলাকায় ঘুরে পাঁয়ে হেঁটে দোকানদারদের সচেতন করলেন আরো একবার পাশাপাশি আগামী কাল থেকে রাস্তার ধারে দোকান নিয়ে বসা যাবে না এছাড়া উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকরা।