ভাইরাল -জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তরুণ-তরুণী। বিয়ের অনুষ্ঠান শেষ। ফুলশয্যার জন্য আলাদা ঘর সাজানো হয়েছিল নবদম্পতির জন্য। কিন্তু অতিথিপরায়ণতা দেখাতে গিয়ে ভালবাসার মুহূর্ত একসঙ্গে উদ্যাপন করতে পারলেন না তাঁরা। ঘুমোনোর জন্য নবদম্পতিকে বিছানা থেকে ‘উৎখাত’ করে তা দখল করলেন অতিথিরা। ফুলের সাজও রইল না। বিয়ের সাজে নববধূ মেঝেয় বসে বসে ঘুমে ঢলে পড়লেন। নতুন বরও হতাশ হয়ে চেয়ারে বসে থাকলেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
‘ফুফাজি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বধূবেশে লাল লেহঙ্গা পরে, ওড়না দিয়ে মাথা ঢেকে মেঝের উপর চাদর পেতে বসে রয়েছেন এক তরুণী। অন্য দিকে বরের সাজে চেয়ারে বসে রয়েছেন এক তরুণ। ফুলশয্যার রাতে বিছানায় জায়গা পাননি তাঁরা। সেই বিছানা দখল করে ফেলেছেন অতিথিরা। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বিছানায় দেখা গিয়েছে এক শিশুকেও। সকলেই ঘুমে কাদা। ঘুমোনোর জায়গা পাওয়া যায়নি বলে বিছানার ধারে বসে রয়েছেন এক মহিলা। সেই বিছানার পাশেই বসে রয়েছেন নবদম্পতি।
নববধূ মেঝেয় একটি চাদর পেতে বসে বসেই মাথা নীচু করে ঘুমে ঢলে পড়েছেন। পিছনের চেয়ারে বসে রয়েছেন নতুন বর। তাঁর চোখে আর ঘুম নেই। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে অতিথিদের সমালোচনা করতে পিছপা হননি নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘অন্তত আজকের রাতে নবদম্পতিকে একা থাকতে দিতেন। এ ভাবে বিছানা থেকে ওঁদের তাড়িয়ে দিয়ে বিশেষ মুহূর্তটাই নষ্ট করে দিলেন।’’
