ফুলেশ্বরী নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নদীর বেহাল দশা

ফুলেশ্বরী নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নদীর বেহাল দশা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ফুলেশ্বরী

শিলিগুড়ি শহরের ফুলেশ্বরী নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নদী বেহাল দশা । মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার 3 নম্বর বোড়ো চেয়ারম্যান মিলি সিনহা ২১ নম্বর ওর্য়াড কাউন্সিলর কুন্তল রায় ও পুর-আধিকারিকদের সঙ্গে নিয়ে মেয়র পারিষদ মানিক দে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারে ২১ নম্বর ওর্য়াডের রবীন্দ্রনগরের শিবমোড় থেকে কাজ শুরু করেন।

 

নদী সংস্কার করতে এসে চক্ষু স্থির মেয়র পারিষদের,নদীর পার দখল করে বিল্ডিং তৈরী হওয়ায় নদী গতিপথ থমকে যাচ্ছে।এছাড়াও নদীর পাশে বাড়ি গুলোর সোফ টেংক এর পাইপ সরাসরি হাইড্রেনের মধ্যে মিশিয়ে দেওয়া দেখে মেয়র পারিষদ মানিক দে মানুষের বোধ বুদ্ধির অভাবের প্রশ্ন তোলেন।

 

পরে নদী দখল করে বিল্ডিংর মালিকদের পাশাপাশি টেংকের পাইপ নদীতে ফেলা বাড়ির মালিকদের ডেকে তা সরিয়ে নেবার নির্দেশ দেন।নয়তো পুরনিগম নিজে জেসিপি দিয়ে ভেঙ্গে দেবার কথা বলেন ।সেই সঙ্গে মানিকবাবু জানান এই নদীকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের ।

 

আর ও পড়ুন    এক মাঘে শীত যায় না” বিধানসভা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মদন মিত্র

 

উল্লেখ্য, শিলিগুড়ি শহরের ফুলেশ্বরী নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নদী বেহাল দশা । মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার 3 নম্বর বোড়ো চেয়ারম্যান মিলি সিনহা ২১ নম্বর ওর্য়াড কাউন্সিলর কুন্তল রায় ও পুর-আধিকারিকদের সঙ্গে নিয়ে মেয়র পারিষদ মানিক দে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারে ২১ নম্বর ওর্য়াডের রবীন্দ্রনগরের শিবমোড় থেকে কাজ শুরু করেন।

 

নদী সংস্কার করতে এসে চক্ষু স্থির মেয়র পারিষদের,নদীর পার দখল করে বিল্ডিং তৈরী হওয়ায় নদী গতিপথ থমকে যাচ্ছে।এছাড়াও নদীর পাশে বাড়ি গুলোর সোফ টেংক এর পাইপ সরাসরি হাইড্রেনের মধ্যে মিশিয়ে দেওয়া দেখে মেয়র পারিষদ মানিক দে মানুষের বোধ বুদ্ধির অভাবের প্রশ্ন তোলেন।

 

পরে নদী দখল করে বিল্ডিংর মালিকদের পাশাপাশি টেংকের পাইপ নদীতে ফেলা বাড়ির মালিকদের ডেকে তা সরিয়ে নেবার নির্দেশ দেন।নয়তো পুরনিগম নিজে জেসিপি দিয়ে ভেঙ্গে দেবার কথা বলেন ।সেই সঙ্গে মানিকবাবু জানান এই নদীকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top