ফুলেশ্বরী নদী থেকে কচ্ছপ উদ্ধার । আজ সকালে পুরনিগমের ২০ ও ২৩ নম্বর ওর্য়াডের মধ্যদিয়ে বয়ে চলা ফুলেশ্বরী নদী পরিষ্কার করতে সাফাই কর্মীরা নদীতে নামেন। বেশ কিছুক্ষণ সাফাই করার পর কোদালে উঠে আছেন একটি তরতাজা কচ্ছপ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ২৩ নম্বর ওর্য়াডের কাউনসিলর লক্ষ্ণী পালকে।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন কাউন্সিলর লক্ষ্ণী পাল এবং কচ্ছপটিকে উদ্ধার করে বন দপ্তরের পরামর্শে শিলিগুড়ি পার্কে আর দশটি কচ্ছপের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান লক্ষ্ণীদেবী । তিনি আরো জানান এই উদ্ধার হওয়া কচ্ছপটিকে খুব যত্ন সহকারে লালনপালন করে বেড়ে তোলা হবে। এর পাশাপাশি এখানে হয়তো আরো কচ্ছপ পাওয়া যেতে পারে তাই তাদের নজর থাকে ফুলেশ্বরী নদীতে ।
আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম
উল্লেখ্য, আজ সকালে পুরনিগমের ২০ ও ২৩ নম্বর ওর্য়াডের মধ্যদিয়ে বয়ে চলা ফুলেশ্বরী নদী পরিষ্কার করতে সাফাই কর্মীরা নদীতে নামেন। বেশ কিছুক্ষণ সাফাই করার পর কোদালে উঠে আছেন একটি তরতাজা কচ্ছপ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ২৩ নম্বর ওর্য়াডের কাউনসিলর লক্ষ্ণী পালকে।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন কাউন্সিলর লক্ষ্ণী পাল এবং কচ্ছপটিকে উদ্ধার করে বন দপ্তরের পরামর্শে শিলিগুড়ি পার্কে আর দশটি কচ্ছপের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান লক্ষ্ণীদেবী । তিনি আরো জানান এই উদ্ধার হওয়া কচ্ছপটিকে খুব যত্ন সহকারে লালনপালন করে বেড়ে তোলা হবে। এর পাশাপাশি এখানে হয়তো আরো কচ্ছপ পাওয়া যেতে পারে তাই তাদের নজর থাকে ফুলেশ্বরী নদীতে ।