ভাইরাল – হাতে লাল গোলাপ। উদ্দেশ্য, ফুটপাথে দাঁড়িয়ে ফুল বিক্রি করে সামান্য রোজগার। কিন্তু সেই নিষ্পাপ চেষ্টা যেন অনেকের সহ্য হয়নি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, এক কিশোরী যখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে ফুল বিক্রি করার চেষ্টা করছিল, ঠিক তখনই এক অটোচালক হঠাৎ রেগে গিয়ে তাকে গালে চড় মারেন। চড় খেয়ে অপমানে-যন্ত্রণায় হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ে মেয়েটি। দৃশ্যটি ছিল হৃদয়বিদারক।
ঘটনার সময় বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক তরুণ। কিশোরীর কান্না দেখে তিনি বাইক থামিয়ে পাশে দাঁড়িয়ে পড়েন। শত চেষ্টাতেও প্রথমে মেয়েটিকে শান্ত করতে পারেননি তিনি। কিশোরী কিছুতেই থামছিল না। পরে তরুণ মেয়েটির মাথায় স্নেহভরে হাত রেখে জানতে পারেন ঘটনার আসল কারণ—একটি অটোর পিছনে দৌড়ে গিয়ে ফুল বিক্রির চেষ্টা করার সময় সেই অটোচালক বিরক্ত হয়ে কিশোরীকে চড় মেরে সেখান থেকে সরিয়ে দেন।
ভিডিয়োটি ‘রাইড_উইথ_শিখর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, তরুণটি মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করছেন, এমনকি তার কাছ থেকে ফুল কিনতেও চাইছেন। কিন্তু এতটাই মানসিক আঘাত পেয়েছিল মেয়েটি যে, সে কিছুতেই তরুণের সঙ্গে কথা বলছিল না, এমনকি ফুলও বিক্রি করেনি।
পরবর্তীতে তরুণ তাকে আদর করে বলেন, ‘‘এ ভাবে গাড়ির পিছনে দৌড়ে আর ফুল বিক্রি কোরো না। যাঁরা কিনতে চাইবেন, তাঁরাই নিজেরাই এসে কিনবেন।’’ তরুণের সান্ত্বনার কথা শুনে কাঁদতে কাঁদতেই সম্মতির সুরে মাথা নাড়ে কিশোরী। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে আবেগের ঢল নামে। বহু মানুষ কিশোরীর প্রতি সহানুভূতি জানিয়েছেন। কেউ লিখেছেন, “এই ঘটনা সত্যিই মর্মান্তিক। ছোট্ট মেয়েটির কান্না মন ভেঙে দিল।”
এই ঘটনা শুধু একটি কিশোরীর অপমান নয়, বরং সমাজের এক সংবেদনশীল স্তরের প্রতিচ্ছবি—যেখানে দরিদ্র শিশুদের প্রতি আচরণ আজও অনেক সময় অমানবিক থেকে যায়। তরুণ বাইকচালকের এই মানবিক উদ্যোগ সকলের মনে একটু হলেও আশার আলো জাগিয়েছে।
