উত্তর 24 পরগণা – উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক বাংলাদেশি পাচারকারীকে আটক করেছে বিএসএফ। ধৃতের নাম গফ্ফর গাজী, সে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিতলা এলাকার বাসিন্দা। শনিবার ভোররাতে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই বিএসএফের ৭৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার কাছে কোনো বৈধ নথি নেই। পরে তল্লাশিতে প্রায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। জানা গিয়েছে, এগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল তার। ধৃতকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে এর যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।
