ফেরত পাঠানো হল ১৭ বাংলাদেশিকে

ফেরত পাঠানো হল ১৭ বাংলাদেশিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – ভারতে অবৈধভাবে বসবাসকারী ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এই দলে ছিলেন ১১ জন মহিলা, ২ জন পুরুষ ও ৪ জন নাবালক। জানা গেছে, ২ মে মুম্বই পুলিশ তাদের গ্রেফতার করে এবং ১৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়। পরে শিলিগুড়ি বিমানবন্দর হয়ে তাদের মধ্যে ১৭ জনকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি সীমান্ত দিয়ে দেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বাংলাদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীন চাপসার বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০ গজ দূরে রামপুর এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে আটক করে।আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন:যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী, বরিশাল, খাগড়াছড়ি ও নড়াইল জেলার মোট ১৭ জন।যাদের মধ্যে একাধিক পরিবারভুক্ত সদস্য রয়েছেন, যেমন সাইফুল ইসলাম, তার স্ত্রী, সন্তানসহ মোট পাঁচজন একই পরিবারের সদস্য।যদিও তারা সকলেই বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের প্রশাসন এবং সংবাদমাধ্যম এই ঘটনাকে ‘পুশ ইন’ হিসেবে ব্যাখ্যা করছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, “ওই ১৭ জনকে বিএসএফ জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়। এরপর বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে আসে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top